আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে



জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে- বিশ্ব জলবায়ু সম্মেলন তার স্বীকৃতি আদায় করতে পারাটাকে গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। সম্মেলন থেকে ফেরার পর তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আমাদের জলবায়ু কূটনীতি সফল হয়েছে। এ কারণে বাংলাদেশের বিষয়টি সমগ্র বিশ্ববাসীর কাছে একটি বিশেষ আবেদন সৃষ্টি করতে পেরেছে। যার মাধ্যমে পরবর্তীতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় আমাদের পক্ষে ক্ষতিপূরণ পাওয়া সহজ হবে। " গত ৭ থেকে ১৮ ডিসেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে বিশ্ব জলবায়ু সম্মেলন হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই সম্মেলনে অংশ নেয়। সম্মেলন চলাকালে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে 'ভিক্ষুক' হিসেবে তুলে না ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, "আমরা কারো কাছে ভিক্ষা করতে যাইনি। সাবেক প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) যে কথা বলেছেন, তাতে বোঝা যায়- এ সম্মেলন সম্পর্কে ওনার জ্ঞানের সীমাবদ্ধতা কতটুকু। উনার পাশে যারা থাকেন, তারা উনাকে বিষয়টি বোঝাতে পারেননি।

" আইনগত বাধ্যতামূলক কোনো চুক্তি কোপেনহেগেনে হয়নি। এক ধরনের অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। 'কোপেনহেগেন অ্যাকর্ড' তৈরিতে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "কোপ-১৫ অ্যাকর্ড রচনায় বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর দাবিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হয়। প্রধানমন্ত্রীর জলবায়ু কূটনীতির কারণে একটি ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠনে সবাই একমত হয়েছে।

" প্রস্তাবিত ৩০০ কোটি ডলার তহবিলের আওতায় বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলেও আশা করছেন হাছান মাহমুদ। তিনি বলেন, "যে তহবিলই গঠন করা হোক না কেন, অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ জনসংখ্যার ভিত্তিতে মাথাপিছু ক্ষতিপূরণ দাবি করবে। এক্ষেত্রে তা হবে মোট তহবিলের ১৫ শতাংশ। " সম্মেলনের বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, "কার্বন নির্গমন হ্রাসের বিষয়ে শিল্পোন্নত দেশগুলো ঐকমত্যে এসেছে। আশা করছি, মেক্সিকোয় কোপ-১৬ এ বিষয়ে আইনি বাধ্যবাধকতায় আসা সম্ভব হবে।

" সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক, সুশীল সমাজ, এনজিও'র প্রতিনিধি সবাই ঐক্যবদ্ধ অবস্থানে ছিলো জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "এই একটি বিষয়ে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবাই একমত ছিলাম। তারই প্রতিফলনও সম্মেলনে ঘটেছে। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।