আমার অহংকার বাংলাদেশ
‘শিশুদের এসএসসি পরীক্ষা’ নামে পরিচিত পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল আজ মঙ্গলবার বেলা তিনটায় একযোগে প্রকাশিত হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বিভাগ, জেলা ও থানা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে পরীক্ষার ফল জানা যাবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও (http://www.dpe.gov.bd) ফল পাওয়া যাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করা হবে। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা তিনটায় ফল ঘোষণার পরপরই তা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা জানতে পারবেন।
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ লাখ ৮০ হাজার ১৮০ জন শিক্ষার্থী। গত ২১, ২২ ও ২৪ নভেম্বর দেশজুড়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।