আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের এসেট তসলিমা নাছরিন!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
গত কাল আমাদের একটি বিশাল আড্ডা হয়েছে দুবাইয়ের ইন্টারন্যাশাল সিটিতে। সারা দিন মজার মজার রান্না আর গল্প আর তাস খেলা। গল্পের এক ফাকে কথা উঠে তসলিমা নাছরিন প্রসংগ। সবাই এক এক করে যুক্তি দিতে থাকে। এর ফাকে একজন বল্ল (নাম শিমুল), তসলিমা নাসরিন বাংলাদেশের এসেট এবং কোন এক সময় দেশের মানুষ তাকে ভাল দৃষ্টিতে দেখবে , তাকে দেওয়া হবে তার সঠিক মযা`দা।

সে বাস্তবতা তুলে ধরেছেন তার বইয়ে। এসব কথা নিয়ে হলো বিশাল তক`। এমন ও হয়েছে মনে মনে , কেও কারো সাথে আর কথা বলবেনা। তবে কারো যদি কোন যুক্তি থাকে দিতে পারেন। আজে বাজে মন্তব্য করার দরকার নেই।

আমি নিজেও জানি তাকে নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করা যায় এবং মানুষ করে। আর তাকে সিংহাসানে বসানোর ও দরকার মনে করি না। আমি এটার কোন সঠিক সমাধান পাইনি। আপনাদের মন্তব্য বিষয়টাকে পরিস্কার করে দিতে পারে বলে মনে করে এ লেখা দিলাম।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.