আমাদের কথা খুঁজে নিন

   

এশিয়ার কতিপয় নিশৃংস, জঘন্য, ঘৃণিত হত্যাযজ্ঞ

"In dying we are born to eternal lifeand fly as bird over the sea" " মৃত্যু মাত্রই আমরা জন্মি এক অমর জীবনে এবং সমুদ্দুর পথে উড়তে থাকি পাখিদের মতন। " www.deshbidesh.tk

----শেখমুজিবর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। ১৯৭৫ ইং সালের ১৫ ই আগষ্ট সামরিক বহিনীর হাতে স্বপরিবারে নর্মমভাবে নিহিত হন। ---- জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। ১৯৮১ ইং সালের ৩০শে মে সার্কিট হাউজে অবস্থানকালে একদল সৈন্যর হাতে নিহত হন।

---- ইন্দিরা গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৮৪ ইং সালের ৩১ শে অক্টোবার তার শিখ দেহরক্ষী কর্তৃক গুলীবদ্ধ হয়ে নির্মমভাবে মারা যান/নিহত হন। ----রাজীব গান্ধী ভারতের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৯১ ইং সালের ২১ শে মে নির্বাচনী সভার মঞ্চে আরোহনের প্রক্কালে রিমোর্ট কন্ট্রোল বোমা বিস্ফরনে নিহত হন। ----মহাত্মাগান্ধী ভারতের জাতীয় নেতা।

১৯৪৮ ইং সালের ৩০ শে জানুয়ারী নাথুরাম গড্সে নামক এক যুবক তাকে গুলী করে হত্যা করেন। ---- বেনজীর ভূট্র্যু পাকিস্থানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি ২৭শে ডিসেম্বর ২০০৭ তারিখে। নির্বাচনী প্রচারনা মঞ্চে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আর এসকল হত্যাযজ্ঞ ঘটেছে আমাদের দেশ ও প্রতিবেশী দেশে।

বিজয়ের মাসে আসুন সবাই মিলে হত্যাকরীদের ধিক্কার দিই। মনে মনে ঘৃণা করি। খুন, রাহাজানী, ব্যভিচার, বিদ্বেষ, হিংসাপরায়নতা, জেদ শান্তি অনয়ন করতে পারে না। তাই এ সকল পরিহার করি নবাগত শিশুদের জন্য একটি সুন্দর আবাস গড়ি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.