আমাদের কথা খুঁজে নিন

   

দলীয় ক্যাডারদের পুষতেই কী ন্যাশনাল সাভির্স প্রকল্পে সংস্কার করেছে যুব উন্নয়ন অধিদপ্তর?



বাজেট বৃক্তায় অর্থমন্ত্রী অাবুল মাল অাব্দুল মুহিত বলেছিলেন এইচ এস সি পাশ করার পর যারা শিক্ষা জীবন অতিবাহিত করতে চান না তাদেরই ন্যাশনাল সাভির্স পাইলট প্রজেক্টের অন্তভূক্ত করা হবে। কিন্ত অর্থমন্ত্রীর সেই ন্যাশনাল সাভির্স এর অামুল বদলে দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তারা। যা অর্থমন্ত্রী নিজেই বলেছেন। নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার্স পাশ যে কেউ অন্তভূক্ত করা যাবে। কবে কে দুটো পাশ দিয়েছে সেও অন্তভূক্ত হতে পারবে। ফলে ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, সেচ্ছাসেবকলীগ, অাওয়ামীলীগ, বাস্তুহারালীগ, হকার্সলীগ, শ্রমিক লীগ, যুবমহিলালীগসহ স্থানীয় সবলীগেই কর্মরত লেখা পড়া শেষ করা কিংবা বর্তমানে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ন্যাশনাল সাভির্স চলে আসবে। খারাপ কিরে ভাই, কাগজে সই করেই তিন মাস ট্রেনিং কালে দিনে ১০০ টাকা এবং ট্রেনিং শেষে দুই বছরের জন্য প্রতিদিন ২০০ টাকা করে পাওয়া গেলে মিছিল মিটিং এ লোকের কি অভাব হবার কথা ? প্রথামিক ভাবে কুড়িগ্রাম ও বরগুণাতে শুরু হয়েছে। কয়েক লাখ যুবক যুবতী(আওয়ামী যুব অবশ্যই) এই প্রকল্পে অন্তভূক্ত হবে। মজার খবর পরবর্তীতে তৃতীয় জেলা হিসেবে এই প্রকল্প শুরু হবে গোপালগঞ্জ জেলায়..............................বৈধ পথে দলীয় লোকের পেট পূজার এমন নজিরবিহীন আয়োজন সত্যি................?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.