সত্য বলেছি, সত্য বলছি এবং আরো সত্য বলেই যাব
মেডিকেলের ছাত্র হিসেবে স্বাস্থ্য নিয়ে লেখা আর গবেষণাপত্র পড়া এক অন্যরকম অনুভুতি। যেন প্রতিদিনই নিজেকে নতুন করে জানা। এ রকমি এক আশ্চর্যজনক নতুন আবিষ্কারের কথা বলছি আমার লেখা প্রথম এই ব্লগে...
ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য ব্রিটিশ বিজ্ঞানীরা ক্ষুদ্র চুম্বক কণাকে ন্যানোপার্টিকেল হিসেবে ব্যবহার করার প্রক্রিয়া উদ্ভাবন করছেন যা ক্যান্সার কোষকে উত্তপ্ত করে ধ্বংস করবে এবং সুস্থ কোষের কোন ক্ষতি করবে না। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, যদি ক্যান্সারের অ্যান্টিবডি বা স্টেম কোষের সাথে যদি আয়রন অক্সাইড ন্যানোপার্টিকেল যুক্ত করা যায় তাহলে তা সরাসরি ক্যান্সার কোষে পৌঁছে ধ্বংস করতে পারবে। "Magnetic Alternating Current Hyperthermia (MACH)" নামক যন্ত্রে ক্যান্সার কোষকে শরীরের সাধারণ তাপমাত্রা থেকে ৫-৬ ডিগ্রী সে. উত্তপ্ত করলেই মারা যায়।
বিজ্ঞানীরা বলেন MACH হল মাইক্রওয়েভের মত, নির্দিষ্ট বস্তুকে তা উত্তপ্ত করতে সক্ষম।
ইউনিভার্সিটি কলেজ লন্ডন(UCL) থেকে আসা বিজ্ঞানীদের একটি দলের মতে ক্যান্সার নিরাময়ে নতুন এক দিগন্তের সূচনা হল এবং একটাই লক্ষ্য- সুস্থ কোষের ক্ষতি না করে চুম্বক খন্ডকে ক্যান্সার কোষে প্রবেশ করানো। ' বিজ্ঞানীরা আরো বলেন, এই কাজটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত তা মানুষের ক্ষেত্রে পরীক্ষিত নয়। তবে তারা ধারণা করছেন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হবার আগে আরো কিছু সময় ধরে এর উন্নয়ন, সংস্করণ ও পরীক্ষা-নিরীক্ষা চলবে।
বিজ্ঞানীগণ বলেছেন তারা এরই মধ্যে ইঁদুরের উপর স্টেম কোষ পরিবহণে সাফল্য লাভ করেছেন।
UCL এর এক বিজ্ঞানী মার্ক লিথগো বলেন, তিনি ও তার সহযোগীরা এক পরীক্ষায় দেখেছেন মেসেঙ্কাইমাল স্টেম কোষ নামের এই কোষটিকে যখন চুম্বক ন্যানোপার্টিকেল এ যুক্ত করা যায় তখন তা ফুসফুসের ক্যান্সারে সরাসরি পৌঁছে। তারা আরো বলেন, আমরা সবে মাত্র পরীক্ষা শুরু করেছি যেখানে প্রানীগুলোকে MACH যন্ত্রে নিয়ে উত্তপ্ত করে দেখা হবে ক্যান্সার কোষগুলো মারা যায় কিনা।
এছাড়াও আরো দু’টি পদ্ধতি সম্ভাবনার আলো দেখাচ্ছে। একটি হল ক্যান্সার কোষের আন্টিবডির মাধ্যমে মাথা ও গলার টিউমারে ন্যানোপার্টিকেল বহন করা এবং অপরটি হল চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে চুম্বকের ন্যানোপার্টিকেলটিকে শরীরের নির্দিষ্ট স্থানে ক্যান্সার কোষে নিয়ে যাওয়া। পরিকল্পনা হচ্ছে এই তিন পদ্ধতির মাধ্যমে ন্যানোপার্টিকেলকে কান্সার কোশে প্রবেশ করানো এবং এরপর রুগীকে MACH যন্ত্রে নিয়ে আয়রন অক্সাইডকে উত্তপ্ত করে ক্যান্সার কোষ ধ্বংস করা।
সত্যি এই আবিষ্কারটা ট্রায়ালে সফল হলে মানব জাতির জীবনটাতে আসবে দারুন রকমফের! এটা করলে, ওটা খেলে ক্যান্সার হয়... এত্তসব নিয়ে চিন্তা আর কে করবে? আর সবথেকে বড় কথা সেই মানুষগুলো রেহাই পাবে যাদের জীবন কাটে যন্ত্রনায়...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।