আমাদের কথা খুঁজে নিন

   

মস্তিষ্কের টিউমার অপারেশনের পর শিশুটি এখন কেবলই হাসছে

ঘর জুড়ে হাসির ফোয়ারা ছুটিয়ে চলেছে এনা স্টেফেন্স নামে ৭ বছরের এক ব্রিটিশ শিশু। তার মস্তিষ্কের একটি টিউমার অপারেশনের পর এখন কেবলই হাসছে সে। যে কোনো কিছুতেই তার হাসির উদ্রেক হয় আর তা টানা চলতে থাকে। এনার মা বলছে টানা ১৫ মিনিটও হাসতে পারে মেয়েটি। দিনভর মুখে হাসি লেগেই থাকে।

সন্তানের হাসিমাখা মুখ বাবা-মায়ের সবচেয়ে প্রিয় হলেও এনার এই টানা হাসতে থাকার বিষয়টি চিন্তিত করেছে তার বাবা-মা ডুগি ও ভানা স্টেফান্সকে। মস্তিষ্কের টিউমার অপসারনের পর চিকিৎসকরা তাদের সতর্ক করেছিলেন এই বলে যে দিন কয়েক এনা খুব চুপচাপ থাকবে খিটখিটে মেজাজ হবে। কিন্তু বাড়িতে ফিরে তারা দেখলেন উল্টোটা, তারা যেনো এনার হাসির রাজ্যে এসে পড়েছেন। মা ভানা বললেন, ও যখন হাসতে শুরু করে তখন ওকে উৎসাহ দিতে আমরাও হাসি। কিন্তু এ হাসির মধ্যেই ধীরে ধীরে জমে উঠছে উদ্বেগ।

এক পর্যায়ে হাসপাতালেও নেওয়া হলো, সেখানে গিয়েও তার শরির ঝাকিয়ে ঝাকিয়ে হাসি। তবে এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে এনা। তাদের মতে অপারেশনের সময় মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশের কিছুটা ক্ষতি হওয়াতেই এমনটা হচ্ছে। চিকিৎসা থেকেই তার উপশম সম্ভব।

এনার বাবা ডুগি স্টেফান্স বলেন, আমরা আশা করছি সব কিছুই স্বাভাবিক হয়ে আসবে কারণ এনা খুবই পজিটিভ ও সাহসী একটি মেয়ে। View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।