আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের সুনির্দিষ্ট বক্তব্য চাই

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার জাতীয় নির্বাচন ২০০৮ এ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। অন্যান্য প্রতিশ্রুতির সাথে এই প্রতিশ্রুতির প্রতি দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে নতুন প্রজন্ম তথা যুব সমাজ বিপুল রায় প্রদান করেছে। কিন্তু এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কোন কার্যকর কর্যক্রম চোখে পড়ছে না। মামলা দায়েরে সরকারের আইন মন্ত্রণালয়ের বা আইন বিভাগের কোন নীতিমালা, উদ্যোগ ও কাজের সমন্বয় চোখে পড়ছে না। সরকারের নীতিনির্ধারকদের কাছ থেকে সময় সীমা নির্ধারণ করে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের সুনির্দিষ্ট ঘোষণা চাই। সরকার প্রধানের কাছ থেকে ঘোষণা চাই ---জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ১৬ ডিসেম্বর ২০১০ এর মধ্যেই একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।