"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
- বিজ্ঞানীদের ডি.এন.এ গবেষণায় প্রমাণিত হচ্ছে যে , পৃথিবীর সকল মানুষ - সাদা- কালো, লম্বা-বেটে সবাই মূলত এক মানুষ- এক পরিবার এর বংশধারা ।
Spencer Wells এর দলের গবেষণা যা National Geographic Society এবং IBM যৌথ সহায়তায় পরিচালিত হচ্ছে । উনারা ২০০৫ সাল থেকে ৫২,০০০ ডি.এন.এ স্যাম্পল সংগ্রহ করেছেন পৃথিবীর বিভিন্ন আদিবাসী থেকে । এছাড়াও পৃথিবীর ৩,৩০,০০০ লোক যারা নিজেরা অংশগ্রহণ করেছেন এ গবেষণায় ।
Wells started university at age 16 and wound up in the forefront of population genetics.
He worked with leading teams at Harvard, Stanford and Oxford universities in the 1990s, as population genetics was starting to have a big influence on the study of human evolution.
The famous "Mitochondrial Eve" paper, in which a University of California, Berkeley team claimed to trace the genetic heritage of humanity back to a single African mother, had been published in Nature in 1987.
Wells গবেষণায় মূল উদ্দেশ্য হলো মানব জাতির বিবর্তনের সত্যতা খুজে বের করা ।
এছাড়াও মানব জাতির অভিগমনের রাস্তা এবং সময় বের করা , যারা ৬০,০০০ বছর আগে আফ্রিকা থেকে বের হয়ে গিয়েছিল ।
Wells এর মতে অস্ট্রেলিয়ার আদিবাসীরা এ গবেষণার অন্যতম কেন্দ্রবিন্দু- কারণ তাদের পূর্বপূরুষ হলো ৫০,০০০ বছর আগে আফ্রিকা থেকে আগত মানুষের প্রথম দিক কার দল এর বংশধর ।
সবশেষে Wells এর মতে ' আমরা আমাদের শিশুদের স্কুলে পড়াচ্ছি যে, আমরা বিবর্তনের মাধ্যমে আমাদের আর্বিভাব । কিন্তু প্রকৃতপক্ষে এতে বিজ্ঞানের সত্যতা খুব কমই আছে ।
বরং এটা আমাদের বেশী প্রয়োজন তাদেরকে মানব জাতির বৈচিত্রতা বোঝানো , তাদের পিতামাতার কাছ থেকে বির্বতনের কুংসস্কার শিখার আগে ।
প্রকৃতপক্ষে আমরা সবাই একই মানব পরিবারের অংশ'
উতস- The Australian - Dec-9-2009
আরো জানতে দেখুন-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।