এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার
এখনো ঘটেনি, কিন্তু খারাপ কিছু একটা ঘটার আশঙ্কায় শিড়দাঁড়া বেয়ে ভয়ের একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল বা শিরশিরে অনুভূতি নিয়ে ঘাড়ের রোমগুলো দাঁড়িয়ে গেল- বিশ্বাস করা হয় মানুষের এইসব শারীরবৃত্তীয় কার্যকলাপ বা অনুভূতিগুলো দিয়ে মানুষ উপলব্ধি করে যে, কিছু একটা ঘটতে যাচ্ছে। তবে এই বিষয়টি এখন বিশ্বাস বা ধারণার গণ্ডি পেরিয়ে রীতিমত বৈজ্ঞানিক ভিত্তি পেতে চলেছে। যুক্তরাষ্ট্রের ইলিয়নের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক যৌথভাবে মানুষের অনুভূতি ও ভবিষ্যতের মাঝের যোগাযোগটাকে আরও স্পষ্ট করার জন্য গবেষণা চালাচ্ছেন। গত ১৭ অক্টোবর প্রকাশিত ফ্রন্টিয়ার অব পারসেপশন নামের এক বিজ্ঞান সাময়িকীতে এই গবেষণা সম্বন্ধে বলা হয় যে, মানুষের দেহ ও মন তার নানা সূক্ষাতিসূক্ষ অনুভূতির মাধ্যমে ভবিষ্যতে ঘটতে যাওয়া কোনো একটি ঘটনার ইঙ্গিত দেয়। তাঁরা বিভিন্ন মানুষের ওপর ২৬ ধরনের জটিল বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে এমন আলামত পেয়েছেন।
এই বিজ্ঞানিরা মানুষের হৃদক্রিয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ, রক্তচাপ বা মাথার মধ্যে নানা জটিল ক্রিয়া-প্রতিক্রিয়ার ওপর গবেষণা চালান। নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্টিস্ট জুলিয়া মসব্রিজের দাবি, ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন ঘটনাগুলো মানুষ আঁচ করতে পারে। এই অনুভূতিগুলো হতে পারে খুবই নগন্য, কিন্তু এগুলো সত্যি। পরীক্ষালব্ধ ফলাফলে দেখা যায়, নির্দিষ্ট ঘটনাটি ঘটার ১০ সেকেন্ড আগে সাধারণত মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় হয়ে ওঠে এবং মানুষ ইচ্ছা করলেই তা উপলব্ধি করতে পারে। আপাতত এই গোটা বিষয়টি এখনো গভীর পরীক্ষা-নিরীক্ষাধীন।
হয়তো অদূর ভবিষ্যতে এর পরিষ্কার প্রমাণ মিলবে এবং চর্চার মাধ্যমে মানুষ অনেক সহজেই ভবিষ্যতের ঘটনাটি বর্তমানেই স্পষ্ট বুঝতে পারবে। সূত্রঃ সায়েন্সটেক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।