আমাদের কথা খুঁজে নিন

   

এমবিবিএস ও হতে পারলাম না আর কপালে বউ জুটলো না

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

সরকারী ছুটি থাকাতে একবেলা কাজ করে বাসায় বেকার সময় পার করছিলাম । মন চাইলো ফেসবুকে গুতোগুতি করতে। লগইন করে দেখলাম একটা বন্ধুত্বের অনুরোধ। নাম দেখে চেনা মনে হলো, পোস্টে গিয়ে দেখি হ্যা ঠিকই আছে । এড করলাম।

সাথে সাথেই ও মেসেস পাঠালো। টুকটাক কথা বার্তা হলো। ইয়াহুতে আসতে বললাম। সাত বছর পর কলেজ জীবনের এই বন্ধুর সাথে কথা বললাম। কথার ফাকে ফাকে আমি ওর প্রোফাইল দেখেতেছিলাম।

আমার মাথায় যেন কেউ পচা কাঠাল ভেঙ্গে দিল । আরে এই শালায় দেখি বিয়ে করে ফেলেছে। ঘটনা বিস্তারিত জানতে চাইলাম । কলেজ ছাড়ার পর লেখা পড়া গাটে উঠে । বাবার সাথে ব্যবসা করতেও চায় না ।

সারাদিন শুধু টো টো আর বন্ধু বান্ধব । এই ভাবে আর কদিন চলে। বাবা মা নাকি ভাবছিল বিয়ে করিয়ে দিলে সংসারে মনোযোগী হবে !!! হয়েছে ঠিক তবে বউয়ের প্রংশসা করে বিরাট মনোযোগী বন্ধু আমার ......................। যখন একটু ঝাড়িটারি দিতে শুরু করলাম কথা ঘোরাবার জন্য বলল আরেক বন্ধুর কথা যে নাকি এখন বাবা ডাক শুনে. ................. আমার খবরাখরব শুনে ও তো বিরাট একটা আফসুস নিয়ে বলল, আহারে বেচারা এমবিবিএস তো হতে পারলিনা আর মনে হয় না তোর জীবনে বিয়ে টিয়ে হবে ......... টাকা পয়সা আর বাড়ি গাড়ীই তোর ঘর সংসার. ...............। এমবিবিএস= মা বাবার বেকার সন্তান................ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.