Sad Cafe
বাঁকানো গিটারিস্টের নখ
পারদ চেটে নেয় প্রত্যাগত বালকের দল। অবহেলায় যাদের
নখ বাড়ে, মুখচ্ছবি বদলে যায়। উন্মাদ স্কুলভ্যানগুলো
সাঁইসাঁই উড়ে যাচ্ছে বৃত্তজীবন থেকে নীলস্টেশান।
তুমি যাকে বলছো অখন্ড আকাশ; অগুন্তি প্যারাট্রুপার
নেমে গেছে সেইখানে, বাদামী দৃশ্যের ভেতর - খুব সিল্কীয় কায়দায়।
তুমি কি তাদের সব নামধাম জানো? জেনেছো কি কখনো,
বাতাস কাটছে যেই ছেলেটা, তার না-গোঁজা শার্টের
প্রকৃতই কোন ভিন্ন মানে হয় !
ছয়টি চিন্তাশীল সাপ চুলের ভেতরে আশ্চর্য ঘোরেফেরে।
থেকে থেকে দংশন করে ভীষণ বাঙ্ময় !
বাঁকানো গিটারিস্টের নখ ছায়াবাজ সাপের মতো নাচে।
কীটদুষ্ট বালক জানেনি ল্যাবিরিন্থ থেকে তার বেরিয়ে আসবার ক্ষয় ।
___________
আন্দালীব
পুরনো লেখা, সময় মনে নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।