টেক জায়ান্ট বলে পরিচিত অ্যাপল আগামী বছরের তৃতীয় প্রান্তিকে বাঁকানো পর্দার আইফোন নিয়ে আসতে পারে।
অ্যাপল বড় পর্দার আইফোন আনতে উন্নয়ন কাজ শুরু করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
বিভিন্ন মাত্রার প্রেসার শনাক্ত করার পাশাপাশি বাঁকানো পর্দার আইফোন তৈরি কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
নাম প্রকাশ না করার শর্তে ওই প্রকল্পসংশ্লিষ্ট এক কর্মী ব্লুমবার্গকে জানান, ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি পর্দার দুটো মডেলে অ্যাপল আইফোন তৈরি করছে। স্যামসাং, এলজি ও অন্যান্য স্মার্টফোন নির্মাতা কিছু প্রতিষ্ঠান বাঁকানো পর্দার স্মার্টফোন বাজারে আনার কথা আগেই জানিয়েছে। অ্যাপল একই ধরনের ডিভাইস বাজারে আনতে পারে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ, ম্যাশএবলসহ কয়েকটি সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে।
এ খবর যদি সত্যি হয়, এ ডিভাইসগুলো হবে অ্যাপলের সবচেয়ে বড় পর্দার আইফোন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।