সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এলজি তাদের এ বাঁকানো ডিসপ্লের স্মার্টফোনটির নাম দিয়েছে জি ফ্লেক্স।
স্মার্টফোনটিতে ছয় ইঞ্চি অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লে থাকবে, এমনটাই জানিয়েছে ম্যাশএবল। এর স্ক্রিন কিছুটা বাঁকানো থাকবে, তবে তা নমনীয় হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই।
এলজির জি ফ্লেক্স স্মার্টফোনটি এ বছরের নভেম্বরেই বাজারে আনার পরিকল্পনা করছে। তবে এখনও এ বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি। যদি সবকিছু ঠিক থাকে, কেবল তবেই এটি নভেম্বরে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংও বাঁকানোর উপযোগী ডিসপ্লের স্মার্টফোন অক্টোবরে বাজারে আনার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে ম্যাশএবল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।