প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি রাউন্ড স্যামসাংয়ের প্রথম বাঁকানো পর্দার স্মার্টফোন।
অবতলভাবে বাঁকানো ১০৮০পি সুপার অ্যামোলিড পর্দার স্মার্টফোনটিতে রয়েছে ৩জিবি র্যাম, ৩২জিবি বিল্টইন মেমোরি ও ১৩ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা। এটি ২.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের মাধ্যমে দ্রুতগতিতে তথ্য বিশ্লেষণ করতে পারবে।
এছাড়া ডিভাইসটির সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে থাকছে ২৮০০ মিলি অ্যাম্প ব্যাটারি।
স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি রাউন্ডে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে। ১০ অক্টোবর থেকে কোরিয়ায় লাক্সারি ব্রাউন রংয়ে এটি পাওয়া যাবে বলে জানা গেছে। শীঘ্রই আরও কয়েকটি রংয়ে এটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।