আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা সর্বগ্রাসী

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

০১. ভালোবাসা সর্বগ্রাসী, অস্তিত্ব গিলে খেতে চায় ডাঙ্গার প্রাণী ডুবে অগাধ জলে ,প্রেমের বরশী গিলে বৃথা তড়পায়। ০২. আমি কীটস হলে ভালো হতো, বলতাম "আমার নাম লেখা ছিলো জলে" আমি হারিয়ে নিজের নাম ঘুরছি শহরে তুমিহীনা এ নগর পোড়ে বিরহ অঙ্গারে । ০৩. তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি, আসবো? নিছক আবেগ বক্ষে ধরে নিকষ কালো অন্ধকারে একলা একাই দাঁড়িয়ে আছি, আসবো? উপড়ে নেওয়া শেকড়ে এখনও লেগে আছে রক্ত আর অশ্রুকণা সারাদিনের সঞ্চিত খড়কুটোয় এলোমেলো ঘুমায়াছে ক্লান্ত চড়াই কড়া নেড়ে নেড়ে নিস্তব্ধ মহল্লার সবকটা জানালায় জ্বলে উঠলো আলো, অসময়ে চলে যাওয়া ভালো। শিশির দু পায়ে পিষে আমি ফিরে যাই... ০৪. আমি সমস্ত পৃথিবী পেছনে রেখে বললাম, "আসো।" তুমি আসলে না আমার অনেক কিছুই দেওয়ার ছিলো , দেওয়া হলো না। হাত বাড়ালেই তোমার হাত আর পাবো না হাতে পথ পেরুনো পথের বাঁকে অন্য কারো অপেক্ষাতে দিন কাটবে তোমার তারপরও এই খারাপ লাগার অর্থ বলতে পারো? ফেরার পথটা সহজ কিন্তু ফেরা সহজ নয় যাবেই যদি দুরে তবে যেতে কিসের ভয়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.