আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালী কি জাতি হিসেবে বাবুর্চী? (একটি অনিচ্ছাকৃত পোষ্ট!)

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

এই হলো বাঙ্গালী চরিত্র! কর্ত্তৃপক্ষ ব্লগের মানোন্নয়নের জন্য একটা পদক্ষেপ নিয়েছে আর অমনি সমস্ত বাবুর্চীগন একযোগে রাস্তায় নেমে পরেছে! হতে পারে কর্ত্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নেয়নি বা তাদের ভাবনায় তারা সঠিক। কিন্তু আপনারা বাবুর্চীরা যে সঠিক তারই বা যুক্তি কি? ভেড়ার পাল বাঙ্গালীর একাঠ্রা হতে সময় লাগে না। শিয়ালের হুক্কা হুয়া ডাকে যেমোন শিয়ালের দল জোট বাধে সেই রকম! বাঙ্গালী আর মানুষ হতে পারলো না। আমার জানা মতে শুধু পশু-পাখিরাই জোট বেঁধে চলে, মানুষ নয়। কিন্তু বাঙ্গালী দেখিয়ে দিলো মানুষও পশু পাখির মতো জোট বেঁধে চলতে পারে!! বাঙ্গালী আর কি কি পারে? চর দখল করতে পারে! পানিও দখল করতে পারে! ঘর দখল করতে পারে! ঘুষ খেতে পারে, ফাঁকি দিতে পারে।

চুরি করতে পারে। মিটিং মিছিল করতে পারে। জ্বালাও পোড়াও, ভাঙ্গচুর করে নিজেদের ক্ষতি করতে পারে! কানাকানি করতে পারে। টানাটানিও করতে পারে। ভাঙ্গতে পারে, বিভক্ত হতে পারে অনু পরমাণুর চেয়েও ছোট ছোট দলে্।

বাঙ্গালী যা পারেনা তা হলো সঠিক সময়ে সঠিক কাজটি করতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.