আফগানস্তানে আরো ত্রিশ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। তালেবানরা কত শক্তিশালী!! বুশের পর এবার ওবামা'র পালা। ওবামা বনাম ওসামা। অথচ ওসামা আমেরিকারই তৈরী। আমেরিকান প্রডাকশন বরাবরই ভালো হয়।
আজ আমেরিকান প্রডাকশন আমেরিকাকে নাচাচ্ছে। নাকি দুজন মিলে আপোষে নাচছে আর বিশ্ববাসীকে নাচাচ্ছে (ডব্লিউডব্লিউএফ-এর রেসলিং-এর মত)!!
সরকারের কয়েকজন মন্ত্রীর ব্ক্তব্য এবং বিভিন্ন প্রচার মাধ্যমের নিউজ ট্রিটমেন্ট দেখলে মনে হয় বাংলাদেশ জঙ্গীময়। শুক্রবারে মসজিদে লাখে লাখে জঙ্গী ছদ্মবেশে নামাজ পড়তে যায়। একজন ঝাকড়া চুলের অর্থনীতিবিদ ( যিনি এখন একটি ব্যাংকের চেয়ারম্যান) জঙ্গী অর্থায়নের উপর এবং প্রতি বছর কতজন জঙ্গী সৃষ্টি হয় তা গবেষণা করে সবাইকে জানিয়ে দিয়েছেন। তার গবেষনা সঠিক হলে বাংলদেশে আগামী দশ বছরের মধ্যে জঙ্গী ছাড়া আর কেউই থাকবেনা।
বোকা জনগন হিসেবে যদি ধরি নেই, যে তার গবেষনা ভুল তবে তিনি ব্যাংকের চেয়ারম্যান হন কিভাবে!!
বাংলাদেশে যে সকল জঙ্গীরা গ্রেফতার হয় তারা হরহর করে সব তথ্য দিয়ে দেয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খানের মত মাইক দেখলে আর লোভ সামলাতে পারেনা। অথচ জঙ্গীদের প্রশিক্ষণ দেয়া হয় যে তারা যেন কোন তথ্য না দেয়।
ক্ষমতাসীন দলের চরম দলবাজ বুদ্ধিজীবী এবং গৃহপালিত মুক্তচিন্তার ধারকগন বাংলাদেশেকে পরিচিত করাচ্ছেন উদীয়মান জঙ্গী রাস্ট্র হিসাবে। অনুরুপভাবে বিরোধী দলের গৃহপালিত বুদ্ধিজীবি এবং উদার মনের ধারকগন বগল বাজাচ্ছেন জঙ্গী নেই বলে।
অথচ এই দুই দলেরই অন্ধ এবং ভয়ংকর সমর্থক গোস্ঠী আছেন। তাদের কর্মকান্ডের পর্যালোচনা করে সহজেই আওয়ামী জঙ্গী এবং বিএনপি জঙ্গি হিসেবে তাদের অবহিত করা যায়। বোকা জনগন অবাক নয়নে প্রত্যক্ষ করছে এই দুই জঙ্গী গোষ্ঠীর বিষয়ে সুশীল সমাজ সুশীল বালকের ন্যায় নীরব।
দেশের বর্তমান পরিস্থিতিতে সত্যিকার ভাবে লাভবান হবে আসল জঙ্গীরা। তারা গোপনে বিকশিত হবে।
যখন আত্নপ্রকাশ করবে তখন আর কোন বিকল্প থাকবেনা। তখন তারা দুই দল এবং সমগ্র দেশবাসীকে নাঁচাবে। পাকিস্তানের মত প্রতি শুক্রবারে মসজিদে মসজিদে বিস্ফোরিত হবে বোমা। আর জুম্মার নামাজ পড়ে অনেকেই ফিরবেন না। তাদের পরিবার অশ্রুসিক্ত নয়নে আদায় করবেন যানাজার নামাজ।
(পুনশ্চ : আফগানস্থানে ত্রিশ হাজার নতুন সৈন্য পাঠাবেন ওবামা। এই সংবাদটি জানার পর মনে প্রশ্ন জেগেছে ওবামা এবং ওসামার পারস্পরিক সম্পর্ক এখন কি রকম!! নিজের মনে ভাব প্রকাশের জন্য একটা গ্রাফিক্স (কোলাজ) করে ফেললাম। কোলাজটি সম্পর্কে মতামত পেলে বাধিত হব।
সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।