গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত
সংগ্রহ ও অনুবাদ : মুম রহমান
১. আমরা অজ্ঞ থাকবো বলে বদ্ধপরিকর ছিলাম আর আমাদের শিক্ষকরা আমাদের মন পাল্টানোর চেষ্টা করে যাচ্ছিলো। - এলান ব্রায়েন
২. শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া। - আইভরি ব্রাউন
৩. স্কুল জীবনের প্রস'তির জন্যে তৈরি হওয়া উচিত নয়। স্কুলই জীবন হওয়া উচিত। - এলবার্ট হাবার্ড
৪. ভাবনার জগতের সাথে একাত্ম হওয়া - এটাই হলো শিক্ষা।
- এডিথ হেমিলটন
৫. শিক্ষা হলো সভ্যতার রূপায়ন। - উইল এণ্ড এরিয়াল ডুরান্ট
৬. মৃতু না হওয়া পর্যন- মানুষের শিক্ষা সমাপ্ত হয় না। - রবার্ট ই লি
৭. মানুষের সুখী হওয়ার জন্যে সবচেয়ে বেশি দরকার বুদ্ধির - এবং শিক্ষার মাধ্যমে এর বৃদ্ধি ঘটানো সম্ভব। - বাট্রাণ্ড রাসেল
৮. শেখাতে গেলেই শেখা হয়। - জাপানী প্রবাদ
৯. আমি শুনলাম এবং ভুলে গেলাম, আমি দেখলাম এবং মনে রাখলাম, আমি করলাম আর বুঝতেও পারলাম।
- চীনা প্রবাদ
১০. একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে, কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। - হেনরি এডামস
১১. মাঝারি মানের শিক্ষক বলেন, ভাল শিক্ষক বুঝিয়ে দেন, শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান। মহান শিক্ষক অনুপ্রাণিত করেন। - উইলয়াম আর্থার ওয়ার্ড
১২. আপনি একদিনের জন্য একটা ছাত্রকে একটা পড়া পড়াতে পারেন; কিন' যদি তাকে আপনি কৌতুহলী হতে শেখান সে যতোদিন বাঁচবে শিক্ষা চালিয়েই যাবে। - ক্লে পি. বেডফোর্ড
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।