আবোল-তাবোল
বাংলা সাহিত্যে আকাল যাচ্ছে, বিশেষ করে
কাব্য জগতে তো যা ইচ্ছে তা অবস্থা।
সাহিত্যের এই দুর্যোগের ঘনঘটায় আমাদের মত-
সুপ্তপ্রতিভা ব্যাপ্ত না হলে তো যুগেরই বদনাম।
জাতির দুর্দশা আর যুগের বদনাম দুর করতে কলম ধরলাম;
যাক, কালের বদনাম ঘুচলো অবশেষে!
অন্যের লেখা ঢের পড়েছি, এবার নিজের-
'ক্লান্ত বিকেলে শ্রান্ত পথচলা শেষে
যখন ফিরছিলাম আপন ঠিকানায় তখন-
দেখা তোমার সাথে।
লাল ছিল তোমার সর্বাঙ্গে, আমার সর্বনাশের বর্ণ;
তোমাতেই আমার সর্বনাশ।
চোখের পাতায় ছিল কাজল, যার কালোতে আমি হারিয়ে যাই;
অধরের লাল বর্ণে আমি দিশেহারা,
আমাকে উন্মাদ করার জন্যই কি বিধাতা তোমাকে এই সর্বনেশে রূপ দিয়েছে!
তবে বিধাতা কেন এই সুন্দর সৃষ্টি আমার করলো না?'
হায় হায়-
বাংলা সাহিত্যের উদ্ধারে এরকম বিরহ?
এটা কিছু হল?
বাংলাভাষার গুনে কয়েকটা শব্দ এসেছে বটে,
কিন্তু কাব্য বা কবিতা কোনটাই হয় নি।
তবে আর কি, সাহিত্য যে অন্ধকারে ছিল সেখানেই থাক
যুগের বদনাম অন্য কেউ ঘুচাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।