আমাদের কথা খুঁজে নিন

   

সুইজারল্যান্ডে মিনার নির্মানে নিষেধাজ্ঞা

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

সুইজারল্যান্ডের ৫৭ ভাগ জনগন মসজিদের মিনার নির্মানের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাই এখন থেকে কোন মসজিদের মিনার নির্মান করা যাবে না। মিনার নির্মানে বিরোধ করে বলা হচ্ছে এটা নাকি ইসলামের ক্রমবর্ধনশীল শক্তির প্রতীক। ভোটাভুটির আগে মিনার নির্মানের বিরুদ্ধে প্রবল প্রচারনা চালানো হয়। পোষ্টারে ছেয়ে যায় শহর।

পোষ্টারের বেশিরগুলোতে ইসলামের নেগেটিভ চেহারাটি ফুটিয়ে তোলার চেষ্টা চলে। বোরখা পড়া মহিলার পোষ্টার। সুইজারল্যান্ডের বুক চিড়ে বেরিয়ে আসা মিনারের ছবি। এই পর্যন্ত সুইজারল্যান্ডে যদিও কোন উগ্র ইসলামিক কর্মকান্ডের কোন ঘটনা ঘটেনি। যদিও সুইজারল্যান্ডের সরকার প্রচারনা চালিয়েছিল করে মিনারের বিরুদ্ধবাদীরা যাতে জিতে না যায়।

কিন্তু জনগন সরকারের প্রচারনায় সাড়া দেয়নি। সুইজারল্যান্ডের আইনমন্ত্রী বলেছেন যদিও এটি তাদের জন্য বিব্রতকর তবুও তারা জনগনের রায় মেনে নিবেন। আশাকরি আমাদের দেশেও এজাতীয় কোন সিদ্ধান্ত গ্রহনের কোন প্রয়োজন দেখা দিলে তাতে জনগনের মতামতকেও গূরত্ব দেয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.