আমাদের কথা খুঁজে নিন

   

সুইজারল্যান্ডে মসজিদের মিনার নির্মাণ বন্ধের পদক্ষেপে উদ্বেগ বিভিন্ন সংগঠনের



আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ডে গণভোটের ফলাফল মসজিদের মিনার নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা ডেভিড দিয়ায জগিক্স বলেছেন, মিনার নির্মাণের বিরুদ্ধে রায় প্রদানের ঘটনা হতাশাব্যঞ্জক এবং তা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হরণের শামিল। তিনি আরও বলেছেন, মিনার নির্মাণ বন্ধের প্রস্তাব আন্তর্জাতিক কনভেনশনেরও বিরোধী। এদিকে, বৃটেনের মুসলিম কাউন্সিল বা এমসিবি সুইজারল্যান্ডে মিনার নির্মাণ বন্ধের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। সংগঠনটি ইউরোপে বর্ণবাদের উত্থানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

সুইজারল্যান্ডের উগ্র ডানপন্থী দল সুইস পিপলস পার্টি ইউরোপে পরমত সহিষ্ণুতা ও সহঅবস্থানের ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে বলেও এমসিবি উল্লেখ করেছে। উগ্র ডানপন্থীরা ইসলাম ভীতি ছড়ানোর লক্ষ্যে যেসব প্রচার চালিয়েছে,তিনি তারও নিন্দা জানিয়েছেন। সুইজারল্যান্ডে গতকাল অনুষ্ঠিত গণভোটে মসজিদের মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞার পক্ষে বেশি ভোট পড়েছে। সুইজারল্যান্ডের ডানপন্থি রাজনৈতিক দল সুইস পিপলস পার্টি (এসভিপি) প্রস্তাবটি পাশের জন্য চেষ্টা চালিয়ে আসছিল। এই দলটিসহ উগ্রবাদীরা তাদের প্রচারণার পোস্টারে মিনারকে ক্ষেপনাস্ত্রের আকৃতিতে তুলে ধরেছে।

পাশাপাশি নেকাব পরা নারীর ছবিসহ পোস্টারও প্রচারণায় ব্যবহার করেছে। সুইজারল্যান্ডে খৃষ্টানদের পর মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। দেশটিতে প্রায় দেড়'শ মসজিদ থাকলেও মাত্র চারটিতে মিনার রয়েছে এবং আরও দুটি মসজিদে মিনার নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বর্ণবাদীরা এর বিরোধিতা করে গণভোটের আয়োজন করেছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.