জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান সুইজারল্যান্ডে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৪টার দিকে জুরিকস্থ ভেটিংগেন এলাকার ভিয়েংকেলরিড রেস্টুরেন্টে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের ছেলে তাজুল ইসলামের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে হামলার শিকার হন।
জানা যায়, একদল লোক ভিয়েংকেলরিড রেস্টুরেন্টের সামনে এসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের ওপর অতর্কিতে হামলা চালায়। আক্রমন থেকে তাকে রক্ষার জন্য জুরিকে বসবাসকারী সুইজারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমানসহ কয়েকজন এগিয়ে এলে হামলাকারীদের তাদের ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনার পর ড. মিজানুর রহমান বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেননি।
হামলাকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে সুইজারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমানকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় মিজানুর রহমানে ২ সহযোগীও আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।
এ খবর পেয়ে জুরিক মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিতের কাজ শুরু করেছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।