আমাদের কথা খুঁজে নিন

   

সুইজারল্যান্ডে ড. মিজানুরের ওপর হামলা

সুইজারল্যান্ড সফররত জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৪টায় জুরিকস্থ ভেটিংগেন এলাকার ভিয়েংকেলরিড রেস্তোরার সামনে কয়েকজন তার ওপর হামলা চালায়।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের ছেলে তাজুল ইসলামের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে তিনি ওই রেস্তোরায় গিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার সময় সুইজারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি ড. মিজানুরকে রক্ষা করতে এলে হামলাকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে ড. মিজানুর রহমান দৌড়ে পালিয়ে যান। এ ঘটনার পর তিনি ওই অনুষ্ঠানে আর অংশ নেননি।

খবর পাওয়ার পর জুরিক মেট্রোপলিটান পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিতের কাজ শুরু করেছেন।

ড. মিজানুর রহমান নিরাপদ ও সুস্থ আছেন।

এ ঘটনায় সুইজারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমানসহ দুইজন আহত হয়েছেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.