আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেলে ব্যবহৃত কিছু দরকারী গ্রিক/ল্যাটিন শব্দ.....আশা করি সকলের কাজে লাগবে

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।

১/ Algia: Algia(অ্যালজিয়া) অর্থ ব্যাথা(Pain). সুতরাং Neuralgia(নিউরালজিয়া) অর্থ স্নায়ুর ব্যাথা(Neuron=স্নায়ু)। ২/ Arthro: Arthro(আর্থ্রো) অর্থ সংযোগস্থল(Joint). সুতরাং Arthritis(আর্থ্রাইটিস) অর্থ যে কোন সংযোগস্থলের প্রদাহ(Itis= inflammation অথবা ‘প্রদাহ’)। যেমন: হাঁটুর ব্যাথা বা গোড়ালীর প্রদাহ হলে তা Arthritis হবার সম্ভাবনা আছে। ৩/ Cardio: Cardio(হৃদযন্ত্র সম্পর্কীয়)।

সুতরাং Cardiologist হচ্ছে ‘হৃদরোগ বিশেষজ্ঞ..(Logy=বিজ্ঞান)। ৪/ Denti: Denti(দাঁত)। সুতরাং Dentist হচ্ছে ‘দন্তরোগ বিশেষজ্ঞ’। ৫/ Derm বা Dermat: অর্থ চর্ম। সুতরাং Dermatologist হচ্ছে চর্মরোগ বিশেষজ্ঞ।

৬/ Dys: অর্থ ‘যেটা স্বাভাবিক নয়’। সুতরাং Dysentery বা আমাশয় বলতে বোঝাচ্ছে, Eneron(অন্ত্র) ঠিকমত কাজ করছে না। ৭/ Ectomy: অর্থ ‘বিচ্ছেদ করা’। সুতরাং Hysterectomy হচ্ছে জরায়ু(Hystero) অপসারণ। ৮/ Entero: অর্থ অন্ত্র।

সুতরাং Gastroenterologist হচ্ছে পাকস্থলী ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ..(Gastro=পাকস্থলী)। ৯/ Haemo/Hemo: অর্থ রক্ত। সুতরাং Haematologist হচ্ছে রক্তরোগ বিশেষজ্ঞ। ১০/ Hepato: অর্থ লিভার। সুতরাং Hepatitis হচ্ছে ‘লিভারে প্রদাহ’।

১১/ Hyper এবং Hypo: Hyper(অত্যধিক) এবং Hypo(স্বাভাবিকের চেয়ে কম)। সুতরাং Hypertension হচ্ছে উচ্চরক্তচাপ এবং Hypotension হচ্ছে নিম্নরক্তচাপ। একইভাবে কোন রোগীর সুগার ফল করলে আমরা বলি Hypoglycemia( Glycogen এক প্রকার সুগার)। ১২/ Nephro: অর্থ ‘কিডনী’। সুতরাং Nephrologist হচ্ছে ‘কিডনী বিশেষজ্ঞ’।

১৩/ Opthalmo: অর্থ ‘চোখ’। সুতরাং Opthalmologist হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ। ১৪/ Osis: অর্থ রোগ বা Disease. সুতরাং Psychosis হচ্ছে মনের রোগ..(Psycho=মন)। ১৫/ Osteo: অর্থ হাড়। সুতরাং Osteology হচ্ছে হাড়বিদ্যা।

১৬/ Oto: অর্থ ‘কান’। যে যন্ত্রের সাহায্যে ডাক্তার কান পরীক্ষা করে সেটা হচ্ছে Otoscope...(Scopeo= দেখা)। ১৭/ Pharyngo: অর্থ ‘গলা’। সুতরাং Pharyngitis হচ্চে ‘গলার প্রদাহ’। ১৮/ Pneum: অর্থ ‘ফুসফুস’।

সুতরাং নিউমোনিয়া( Pneumonia) হচ্ছে ‘ফুসফুসের প্রদাহ’। ১৯/ Psycho: অর্থ ‘মন’। সুতরাং Psychologist হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ। ২০/ Rhino: অর্থ ‘নাক’। Rhinitis হচ্ছে নাকের ভিতরের প্রদাহ।

গণ্ডারের নাকের উপর ভিত্তি করেই তার নাম হয়েছে Rhinoceros.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.