আমাদের কথা খুঁজে নিন

   

(পুতুপুতু) ব্লগিং এর ১ বছর

বুকের ভেতর বহুদূরের পথ.........
আসলে ১ বছর হইছে দুই সপ্তাহ হইলো। এর মধ্যে নতুন পোস্টও দিছি। তারপরও মনে হইলো গত ১ বছরে সামুতে নিয়মিত লেখালেখি, পড়াপড়ি আর কমেন্টা-কমেন্টি-, সব মিলা মানুষ হিসাবে আমার উপর এই ব্লগের বেশ বড় একটা প্রভাব পড়ছে। এগুলা নিয়া না লেখলে দুইটা ক্ষতি হবে- এক, মনের মধ্যে একটা অতৃপ্তি থাকবে, দুই, যে দুই চাইর জন কষ্ট কইরা আমার ব্লগ নিয়মিত পড়ে তাগো বঞ্চিত করা হবে। সো, আমিও দিলাম একটা বর্ষপূর্তি পোস্ট।

'পুতুপুতু' লেখছি এই জন্য যে আমি এ পর্যন্ত একবারের জন্যও জেনারেল বা ওয়াচ হইনাই, ব্যান হওয়া তো দূরে থাকুক। তারমানে 'আমি গা বাঁচাইয়া ব্লগিং করি', 'বিতর্কিত বিষয় এড়াইয়া চলি', 'কোন পক্ষের লগেই যাইনা'.................ইত্যাদি ইত্যাদি। এগুলা অবশ্য আমার কথা না, আমার এক কলিগের কথা। কারণ হিসেবে বলতে হয় আমার 'হাইপার' মেজাজের কথা। যেসব গালাগালি ব্লগে দেখি সেগুলা কোনদিন যদি নিজে খাই তখন হয় হার্ট এটাক হইবো নাহইলে একেবারে অফ যামু, মাঝামাঝি কিছু নাই।

তাই নিরাপত্তার স্বার্থে 'সেফ' ব্লগিংই পছন্দ। শুধু একবার 'দূরের পাখী'র এক ডিলিট হওয়া পোস্টে কিঞ্চিত খেইপা গেছিলাম। পরে কানে ধরছি, আর না। আব্দুল মোত্তালিবের তরিকা ফলো করি এখন, যখন আবরাহা হস্তি বাহিনী নিয়া আসতাছিলো তখন কোরাইশ নেতা আব্দুল মোত্তালিব ক্বাবা থিকা পলানোর আগে আল্লাহরে কইছিলো 'হে মাবুদ, তোমার ঘর তুমিই রক্ষা করো'। আস্তিক-নাস্তিক ক্যাচাল দেখলে আমিও তাই কই।

কেমনে আইলাম সে এক বিরাট, থুক্কু ক্ষুদ্র ইতিহাস। সামু সম্পর্কে আমি প্রথম জানি ডেইলি স্টারের ম্যাগাজিন থিকা, ঐখানে সামুর একটা বিজ্ঞাপন ছিলো। দুঃখের ব্যাপার হইলো যে আমি মোটামুটি ২০০৪ থিকা নিয়মিত ইন্টরনেট ব্যবহার করি। কিন্তু এইরকম একটা 'সোনার (অথবা যে যা বুঝেন) খনি' আমার নজরের বাইরে থাইকা গেল ২০০৮ এর শেষ পর্যন্ত। (এই দুঃখ কই রাখি) শুরুটা যেভাবে অনেক ব্লগার বহুদিন ধইরা খালি পড়ে পড়ে, তারপর লেখে।

আর আমি শুরুই করি লেখা দিয়া। কিছুদিন দেইখা শুইনা যে ব্লগের হাওয়া বাতাস একটু বুঝুম সেই ধৈর্য্য আমার একেবারেই ছিলোনা। বুকের ভিতরে সৃষ্টিশীলতার বাস্প একেবারে ঠেইলা বাইর হইতাছিলো। আসলে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা যাতে স্মৃতি থেকে হারায়া না যায় সেজন্য কোথাও সংরক্ষণ করতে চাইছিলাম। প্রথমে ভাবছিলাম বই বাইর করুম।

কিন্তু চাকরী বাকরী করে এত ঝামেলায় কে যাইবো? এই ব্লগের খোঁজ পাওয়ার পর ভাবলাম এখানেই লিখি। তখন আবার প্রথম আলো ব্লগ মাত্র নতুন শুরু হইছে। মাঝখানে একবার ভাবছিলাম ঐখানেই যামু, 'প্রথম আলো' বইলা কথা। কিন্তু এত টেকনিকাল সমস্যা ঐখানে, অফিসের কম্পিউটার থিকা লগ ইন করতে পারি কিন্তু বাসার পিসিতে লগ ইন এর জায়গাটাই দেখা যায়না। বিরক্ত হইয়া সামুই বাইছা নিলাম।

একের পর এক লেখা দেই, কেউ পড়েনা। মনে মনে যে কমু 'ঠিক আছে না পড়লি তরা, আমার লেখা আমি ঠিকই লেইখা যামু' সেইরকম মনের জোরও নাই। কমিউনিটি ব্লগে যদি 'ইন্টারাকশন'ই না হইলো তাইলে আবার কিসের ব্লগিং? তাই ভাবতাছিলাম কেমনে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করা যায়। একদিন হঠাৎ চোখ খুইলা দিলো ওস্তাদ নাফিস ইফতেখার। এই পোস্ট পইড়া এত মজা পাইলাম, আর মনে হইলো 'ফান পোস্ট দিয়াই পাঠকদের নজর কাড়িতে হইবে'।

খুব যে নজর কাড়তে পারছি তা না তবে মজার কিছু থাকলে অনেকে একটু উঁকিঝুকি মারে, যদি কিছু পাওয়া যায়.......... ছাগুরা সব পালিয়ে গেল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে একসময় নাকি ব্লগে যুদ্ধ হতো, এটিম বনাম ছাগুটিম। কিন্তু আমি যখন ব্লগে আসি তখন ঐ কাহিনী মোটামুটি শেষ, নির্বাচনের পর তো পুরাই শেষ। শুধুমাত্র ত্রিভুজই মনে হয় ইলেকশনের পরও একটা পোস্ট দিয়েছিলো, বাকীদের (পুরনোদের মধ্য) কারো দেখা মেলেনি। স্ট্যানলি কুবরিকের কিছু ঐতিহাসিক পোস্ট পড়ে এসব ইতিহাস জানতে হয়েছে। কি নিয়ে লিখি? - ব্লগ বা ব্লগার দের কাজ কারবার উদাহরণ - নিজের জীবনের কিসসা কাহিনী উদাহরণ - ফান পোস্ট উদাহরণ - ফুটবল খেলা (লিভারপুল ফ্যান) উদাহরণ - ছাত্ররাজনীতির কুফল উদাহরণ - সমসাময়িক ঘটনাবলীর উপর পর্যবেক্ষণ উদাহরণ - বইপড়ার আপডেট (প্রত্যেক মাসে ৩/৪ টা বই পড়ি) উদাহরণ একজন সিরিয়াস ব্লগার আমার লেখালেখির মান অবশ্যই আহামরি কিছু নয় কিন্তু ব্যাপারটা নিয়ে বেশ সিরিয়াসলি ভাবি।

নতুন কোন আইডিয়া আসলে, বাসায় বা অফিসে সাথেসাথে পিসিতে 'নোটপ‌্যাড' খুলে লিখে রাখি। প্রচুর নেট ব্রাউজ করি, ভাল কিছু পেলে কপি করে রেখে দেই। অবশ্য কপি পেস্ট করার সময় নিজের থেকে কিছুটা 'ইম্প্রোভাইজ' করার চেস্টা করি। এতিম ব্লগার ব্লগে মাঝে মাঝে কিছু গ্রুপ চোখে পড়ে। অনেকে আগে থেকেই 'গ্রুপে' ছিলেন, মানে ভার্সিটির ক্লাসমেট ইত্যাদি আবার অনেকে ব্লগে এসে মেসেন্জারে কথাবার্তা বলে বলে 'গ্রুপ' করেছেন।

আমি কোন গ্রুপেই নিজেরে এডাইতে পারি নাই। পরিচিত কেবল একজন ব্লগিং করে এখানে (আমার জানা মতে)। মিসিং ব্লগার হাসিবের কমেন্ট গুলা মিস করি, এস্কিমোর জ্ঞানী জ্ঞানী পোস্ট গুলা মিস করি। কাগুর হাদুম পাদুম মিস করি। আর কাউরে কি মিস করি? নাহ, সবাইই তো আছে।

(স্বনামে বা বেনামে) ব্লগ থেকে প্রাপ্তি অনেক অনেক অনেক.................। ছোট একটা উদাহরণ দেই, gigapedia.com নামে যে একটা সাইট আছে এইটা প্রথম জানি এখান থেকে। তারপর শিরিনের একটা গান পাইলাম গতকালই মনে হয়। ঐডা নামাইয়া লাগাতার শুনতাছি। অনেক টাটকা খবর পাইছি যা পরে কাজে লাগছে।

অনেক ব্লগারের জীবন থেকে নেয়া অভিজ্ঞতা থেকে মূল্যবান শিক্ষা পাইছি। সবচেয়ে ভাল লাগে যখন কারো কাছ থেকে মন্তব্য পাই, 'ফাটাইছেন', 'চ্রম'............কী যে ভাল লাগে তখন ভবিষ্যত প্ল্যান নিজের একটা ওয়েবসাইট অবশ্যই (যেখান থেকে মালপানি কামানো যাবে, সামু তো কিছুই দেয়না) ইংরেজীতে কিছু লেখালেখির চেষ্টা করছি, যদি সম্ভব হয় অনলাইনে ফ্রীল্যান্স লেখালেখির কাজ করার ইচ্ছা আছে। তবে তাড়াহুড়ার কিছু নাই, ২/৩ বছর পরে হলেও হবে। সামনে শেয়ারবাজার, অর্থনীতি- এগুলো নিয়ে পোস্ট দেয়ার ইচ্ছা আছে। পাদটীকাঃ একসময় খুব হিটাকাংখী ছিলাম, এই ব্লগ দেখার পর হিটের আকাংখা মইরা গেছে।

মন্তব্যের সংখ্যা, প্লাস-মাইনাস আর হিটের সংখ্যা খেয়াল করেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।