খুব সহজ করে বলতে চেয়েছি বলেই
হয়ে ওঠেনি বলা....
আমি শব্দ খুজেছি,
খুজেছি নিরন্তর ছুয়ে যাওয়া সময়.....
আর অসংখ্য প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির নিবিড় সান্নিধ্যে
যখন আমি খুব একা-
বুঝতে চেয়েছি ভালোবাসা কি,
তবু সেটা চাওয়া পর্যন্তই রয়ে গেছে
মেঘ করা রোদ্দুরের মত কেবলই আমার হয়ে গেছে বিকেল !!
আমি আঁধার চেয়েছি
শূণ্যতা যে বড় বেশী একা করে দেয়
ক্লান্তি আসেনা তবু ক্লান্ত হয়ে যায়......
মন বলে ভুলে যেতে সংসার
শব্দ খোজার সংসারে আপন শব্দটা ভীষণ স্বার্থপর
আর ভালোবাসা - ?
সে যে ক্লান্তি না আনলেও সবাইকে ক্লান্ত করে দেয়.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।