নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কালামচরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইউনুস বাহিনীর প্রধান দস্যু ইউনুস (৩৮) নিহত হয়েছে। এসময় পাঁচ পুলিশসহ ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হল- হাতিয়া থানার এসআই তানভীর, এসআই মঞ্জুর ও তিন পুলিশ সদস্য। অন্যদিকে, এ ঘটনায় নিহত ইউনুসের স্ত্রী আসমা আক্তার (২৩), সহযোগী ইসমাইল হোসেনসহ (২২) আরো একজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান পিপিএম জানান, গোপন সূত্রে খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ কালামচরের দূর্গম এলাকায় এক অভিযানকালে বিষয়টি টের পেয়ে দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই দস্যু বাহিনী প্রধান ইউনুস নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাটা বন্দুক, ১২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে ।
আজ শুক্রবার সকালে ইউনুসের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে বলেও জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।