Thank you very much for teaching me the new policy! I'd just love to spit on it!
আমি এই মুহুর্তে ব্লগার শুন্য আরণ্যক এবং নির্ভয় নির্ঝরের আনব্যান দাবী করছি।
জিরোদার অপরাধ তিনি একজন বিশিষ্ট লুল ব্লগারের মুখোশটা খুলে দিয়েছিলেন!
যে আপত্তিকর (!) কমেন্টটির কারণে জিরোদাকে ব্যান করা হয়েছে, সেটার চেহারাটা একটু দেখা যাক।
আর নির্ঝরের কথা কি আর বলবো? তার পোস্টটিকে তো মেরেই ফেলা হয়েছে। রেফারেন্স দেবার আর কোনও উপায়ই রাখা হয়নি!
আমি এই ব্লগে নিতান্তই একজন হাফপ্যান্ট ব্লগার, এখনই হয়তো কারও আনব্যান চেয়ে পোস্ট দেয়ার মত দুঃসাহস আমার মানায় না কারণ আরও কতজন কত ভালো ভালো কথা বলে, ন্যায্য দাবী করে ব্যান হয়ে গেলো আর আমি কিনা এসেছি আনব্যান চাইতে (হাতি ঘোড়া গেলো তল, মশা বলে কত জল!)। আমার কথা হলো আমি এর শেষ দেখতে চাই।
আমার আপন ভাইয়ের মত দুজন ব্লগারকে ব্যান করা হবে আর আমি মুখে আঙুল দিয়ে বসে থাকবো এরকম মনে করার কোনও কারণ নেই!
আমি জানি, এতকিছুর পর হয়তো নির্ভয় এবং জিরোদা দুজনেই ব্লগিং এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন, কাজেই ব্যান তুলে নেয়া হলেও তারা আর এখানে আসবেন না বা লিখবেন না, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না, আমি কেবল চাইবো তাদেরকে আনব্যান করা হোক, ব্যস!
সুতরাং, মাই ডিয়ার জানের জান পরাণের আধখান মডারেশন! দয়া করে এই দু'জন মুল্যবান (আপনাদের কাছে নয়, আমাদের কাছে) ব্লগারকে আনব্যান করে আমাদের উদ্ধার করুন!
---------------------------------------------------------
আপডেট
নির্ভয় নির্ঝরের (এই মুহুর্তে কমেন্ট করছে নীল দানব নিক থেকে) এখন পর্যন্ত বেঁচে থাকা শেষ পোস্টটি দেখতে পারেন, মডুরামের গালে চড় হিসেবে সেটি কিন্তু নেহাত কম নয়!
হে মডারেশন(শুদ্ধ ভাষায়ই লিখলাম), তোমারে পেন্নাম।
আজ (২২শে নভেম্বর '০৯) ৪দিন পার হয়ে গেলেও মডারেশন থেকে তাঁদেরকে কোনও মেইল দেয়া হয়নি। নির্ভয় নির্ঝর ফিডব্যাকে মেইল করেও সেটার কোনও রিপ্লাই পায়নি।
নিচে ১৪৯ নম্বর কমেন্টটিই এই দু'জন ব্লগারের দুর্ভাগ্যের বিবরণ। সকলে একবার পড়ে নেবেন আশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।