আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণ প্রিয় স্থান

পঙ্খিরাজে চাদেঁর দেশে

আজ নিজের ইচ্ছায় পরিধান করি সফেদ বসন, একদিন অনিচ্ছায় পরিয়ে দেবে আত্মীয় স্বজন! প্রভূর কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই জানা তাঁর শেখানো শ্বাশত ভাষায় তাই জানাই প্রার্থনা, সমস প্রশংসা প্রভূর, তাঁর সমকক্ষ নেই ভূবনে এই প্রার্থনা করছি দাঁড়িয়ে খানায়ে কাবার সামনে। মুমিনের হৃদপিন্ডে মৃত্যু অবধি বারবার বাসনা কাবা শরিফ দেখার এই সাধ কখনো মিটবেনা! নিজের চোখকে বিশ্বাস হয়নি, এই কি বায়তুল্লাহ? প্রতিনিয়ত নামাজে দাঁড়াই যেদিকে করে ক্বিবলাহ্! যে ছবি জন্ম-জন্মান্তর থেকে আমার অন্তরে গাঁথা যেদিকে ভক্তি ও ভালোবাসায় নিত্য নত করি মাথা! হাজরে আসওয়াদে চুম্বন জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় কাবার গিলাপে ধরে ক্রন্দনে জুড়ায় তপ্ত হৃদয়। প্রথম দর্শনে আনন্দে দু’চোখে নামে অশ্রু প্লাবন খোদার অবারিত রহমত অহরহ হচ্ছে বর্ষণ! বিশ্ব মুসলিমের মিলন কেন্দ্র প্রাণ প্রিয় এই স্থান, লাব্বাইকা বলে আকাশ বাতাস মুখরিত শ্লোগান। প্রভূ প্রেমীদের মিছিল পদক্ষিণে হৃদয় কম্পমান ক্ষুধা তৃষ্ণা দূর হয় আবে জমজম যখন করি পান। কাবার সামনে তেলাওয়াত করি পবিত্র কুরআন প্রভূ ও বান্দার মধ্যে নিবিড় প্রেমের অবস্থান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.