আমাদের কথা খুঁজে নিন

   

আকাশে উড়তে চাইলাম, কিন্তু নেমে এলাম ধরায়.....



অনেক শখ করে মেঘবালিকা নিক নিয়ে ব্লগ এ রেজিস্ট্রেশন করলাম। মেঘবালিকা নামটা আমার খুবই পছন্দের। কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগে। হাবিবের গান আমার ভাল না লাগলেও ঐ গানটা আমার অনেক পছন্দ হয়েছিল। কি সুন্দর কথা! কি ভালবাসা!! মেঘবালিকার ডানায় চড়ে উড়ে চলে আসবে।

কিন্তু আফসোস্ মেঘবালিকা নামে আগেই কেউ ছিল। কে যে আমার নামটাই নিয়ে নিল স্বপ্নের সীমানা ছাড়ানো আকাশ থেকে নেমে এলাম ধরায়..... এখন আমি সমুদ্রকন্যা। অতল দিগন্তহীন সমু্দ্রের আদরের নন্দিনী। তাও ভাল। তাও ভাল।

ভালই বটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।