রূপসা এবং তার বোনেরা
ফরীদ আহমদ রেজা
রূপসা এবং তার বোনদের কাছে ভালোবাসা জমা আছে
উজান পথে বাংলাদেশ-ভারত-মানস সরোবর পৌঁছে যেতে পারি
যদি তুমি কথা দাও সারথি হবে।
না, এরকম কোন আশ্বাস আজো পাইনি
আজো পাইনি মালয় বার্মা অথবা এশিয়া পার হয়ে
জানা পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যাবার কোন মহতি অঙ্গীকার।
পলিমাটির দেশে সোঁদা গন্ধ শুঁকে শুঁকে
মালকোচা দিয়ে হাটু জলে লাঙ্গল ঠেলতে ঠেলতে
বৃষ্টি ভেজা দিনে ভাঙা চালের নিচে বসে চাউল ভাজা চিবুতে চিবুতে
একদিন হঠাৎ বাশের কেল্লা তৈরী হয়ে যেতে পারে।
মৌসুমী পাখি ডাক দিবে ভোরের আগেই
যে পাখি একদিন গান করেছে পৃথিবীর আদি বাস ভূমে
একদিন তার গান ঘুম ভাঙিয়ে দিতে পারে।
মানুষের ভেতর কিছু বোধ আছে আছে কিছু সুবোধ
মানুষের ভেতর আছে মানুষ
ঘৃণা আর ষড়যন্ত্র মানুষ আছে বলেই মানুষের জন্যে মানুষের পক্ষ থেকে
আমরা পৃথিবীর সকল খুনী আর ডাকাতদের জন্যে একটি পৃথিবী চাই
পূণ্যবানদের জন্যে অনেক সুখবর আছে থাক
পাপী আর বদমাশদের জন্যে চাই একটি বেহেশত
আমরা বুকে বুক রেখে অনুভব করবো
আমরা চোখে চোখ রেখে কথা দেবো
মৃত্যু জরা আর দুঃখ ভরা দেশের একটি হৃদয় বুকে ধরে আমি
সমগ্র পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চাই
ভালোবাসা ক্ষমা বিশ্বাস আর আস্থা দিয়ে গড়তে চাই নতুন পৃথিবী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।