আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
নিজের নিউজ পাঠিয়ে বিডিনিউজে ঢুকেছিলাম। হঠাৎ চোখে পড়লো কার্টুনিস্ট আরিফের ২ মাসের জেল আর ৭ শ টাকা জরিমানা হয়েছে। অপরাধ ধর্মীয় অনভূতিতে আঘাত। নিউজটা পড়ে জানলাম, আরিফ নাকি জানেনই না ওই মামলাটির কথা। যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন।
২০০৭ এর ২৩ অক্টোবর যশোরের কালেক্টরেট মসজিদের ইমাম এটিএম শোয়েইব প্রথম আলোর আলপিন-এ আরিফের একটি কার্টুন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে অভিযোগ করে মামলাটি দায়ের করেন।
আমি জানতাম এসব ঝামেলা অনেক আগেই চুকে বুকে গেছে। যার ফাল দিয়ে উঠেছিলেন সেসময় ধর্মকে মাথায় নিয়ে তারা ধুপ করে চুপচাপও হয়েছিলেন। কিন্ত আজ বুঝলাম-ব্যাপারটা আমার হিসেবেন সঙ্গে মেলে না। ওরা আজো থামেনি।
আছে ওত পেতে।
যে ঘটনায় আজ আরিফের জেল হলো তারপর আমার একটি পোস্ট এই ব্লগে প্রকাশ পেয়েছিলো। ওসব নিয়ে আজ কথা বলব না। শুধু আপনাদের জন্য সেই পোস্টের লিঙ্কটা দিলাম। সময় পেলে দেখে নেবেন আরিফ কতখানি দোষী ছিলেন এবং এই অপরাধে তার নামটি তালিকার কত নম্বরে।
আলপিনের আগে শিবিররে পত্রিকা বিষয়ক পোস্ট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।