আমাদের কথা খুঁজে নিন

   

একজন কার্টুনিস্ট ,কিছু সুযোগ সন্ধানী লোক ... [ যে সব কথা মনে রাখতে নেই ]

http://shorob.com/author/bohemian/

কার্টুনিস্ট আরিফ এর কথা মনে পড়ে? এক নির্দোষ কার্টুন এর কারণে সাজা হয়েছিল যার । মনে নাও পড়তে পারে । সে দেশের প্রধান দৈনিক এর উচ্চ পদস্থ কেউ ছিল না, ছিল না নাম করা লেখক/সাংবাদিক ,মাঝে মাঝে প্রদায়ক হিসেবে কার্টুন আকঁত । কেউ তাকে চিনত না । না আমি,না আপনি ।

হঠাৎ তাকে আমরা চিনে গেলাম । আমাদের ইসলামপন্থী নেতারা আমাদের চিনিয়ে দিলেন । তারা বললেন "প্রথম আলো ইসলাম বিরোধী । তারা আগে আল্লাহ রাসূল এর বিরুদ্ধে লিখত এখন কার্টুন ও ছাপায় । " প্রথম আলো বলল এটা তাদের দোষ না,তাদের অসাবধানতার সু্যোগ নিয়ে কার্টুন ছাপিয়েছে আরিফ ।

তারা সরি । তারা বায়তুল মোকাররমের খতিব এর কাছে সরি বলেছিল । জেলে ঢুকতে হবে কাউকে না কাউকে । বলির পাঁঠা দরকার একটা জেলে ঢুকল কার্টুনিস্ট আরিফ । এবার বোধহয় মনে পড়েছে আমি কার কথা বলছি ? তাহলে আমার লেখা শুরু করি? ১।

প্রথম আলো ,দেশের প্রধান দৈনিক । পাঠক নতুন/ অন্য পত্রিকার মান কেমন তা যাচাই করেন প্রথম আলোকে দিয়েই । সাংবাদিকতা একটি লাভজনক ব্যবসা তা এ দেশে প্রথম প্রতিষ্ঠা করে প্রথম আলোই। এর কৃতিত্ব সম্পাদক মতিউর রহমান এর । এককালের বাম, এখন নিরপেক্ষ ।

যা কিছু ভাল তার সাথে প্রথম আলো । পাঠক বিশ্বাস করে তাদের। কার্টুন ছাপা হল আলপিন এ । প্রতিবাদ হল, নিন্দা শোনা গেল । প্রথম আলো প্রত্যাহার করে নিল কার্টুনটি , ক্ষমা চাইল ।

কার্টুনটি কতটা আঘাতকারী ছিল তা নিয়ে আমি কিছু বলতে চাই না । পাঠকদের স্বার্থে ধরে নিলাম প্রথম আলো ক্ষমা চেয়েছিল , বিতর্ক এড়াতে ক্ষমাও চেয়েছে । কিন্তু কার্টুনিস্ট আরিফ এর পাশে কেন প্রথম আলো দাড়াল না? কারণ অবশ্য সোজা, কার্টুনিস্ট আরিফ ভাল কিছু নয়, তার সাথে প্রথম আলো কেন থাকবে? এই ঘটনা থেকে কি শিক্ষা নিলাম আমরা ? প্রথম আলো হতে পারে দেশের প্রধান দৈনিক ,মতিউর রহমান হতে পারেন দেশের সবচেয়ে ক্যারিসম্যাটিক সম্পাদক, কিন্তু যখন নিজের স্বার্থ বিবেচনায় আসবে তখন তারা তাদের মতাদর্শের ভিন্ন ব্যাখ্যা দিতে পারেন। তারা বদলে যেতে পারেন । দেশের প্রধান ও সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রত্রিকার যখন এই অবস্থা , তখন বাকিদের কথা বাদ ই দিতে হয় ।

২। প্রথম আলো সবচেয়ে প্রভাবশালী পত্রিকা তাই ইসলামপন্থী দলগুলোর বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয় প্রথম আলোর কলমেই । আমাদের হুজুরদের দিলে কষ্ট বেশি দিয়েছিল প্রথম আলো ই । তাই এই পত্রিকার বিরুদ্ধে কিছু করার জন্য তারা তক্কে তক্কে ছিল। সময়টা রমজান মাস ।

সামান্য কার্টুন । কিন্তু তাতে কি? ঝোপ পাওয়া গেছে, সময়টাও রমজান মাস সাধারণ মুসলমানদের অনুভূতিকে কাজে লাগানোর এই তো সময়! প্রায় সব গুলো ইসলামপন্থী দলই ঝাপিয়ে পড়ল এই আন্দোলনে । তারা মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর এর চেয়ে ভাল উদাহরণ আপনি আর কোথায় দেখেছেন? মূল ব্যাপার ধর্ম ছিল না,পুরো ব্যাপারটিই রাজনৈতিক ,মিডিয়ার দখলদারিত্বের । আমাদের সেই সব ইসলামপন্থী নেতারা প্রমাণ করে দিয়েছিলেন তারা আসলে কোন পন্থী! তারা সুযোগসন্ধানী । ৩।

একই কার্টুন কোন পত্রিকায় কবে এসেছিল সেটা গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বপূর্ণ ছিল সুযোগসন্ধানী গোষ্ঠী চিনে নেয়া,ভোল পালটে ফেলা লোকদের চিনে নেয়া । । তা কি চিনতে পেরেছি? ৪। আরিফ আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেউ না । আমরা এ রকম অনেক বলির পাঁঠা দেখেছি ।

আরো দেখবো । এরা আসবে,বলির পাঁঠা হবে, আমরা ভুলে যাব । আমরা ভুলে যাই ,ভুলে যাব । এই পোস্টের কথাও ভুলে যান প্লিজ । *এই পোস্টটি দেবার ইচ্ছে ছিল অনেক আগে।

পড়ার চাপে সেই সময় লেখা হয় নাই । তাই হয়ত কথা গুলো মনে ছিল । এখন লিখতে পেরেছি তাই হয়ত ভুলে যেতে পারব সহজেই । এই সব মনে রাখতে নেই ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.