আমাদের কথা খুঁজে নিন

   

সরকারী চাকুরীজীবী ব্লগাররা আওয়াজ দেন...বেতন বেড়েছে, মিষ্টি কই?



আমাদের দেশে ভালো সংবাদ কম হয় বলেই কিনাকে জানে কোনো ভালো সংবাদ পাওয়ার পর প্রথমে যে উপলদ্ধি আসে তা হলো যার ভালো সংবাদ তাকে ঝেকে ধরা হয়, মিষ্টি খাওয়াতে। আমাদের বন্ধুদের মাঝে এই প্রবনতা এতো বেশি যে ভালো ঘটনা ঘটেছে শুনেছি, কিন্তু কী সেটা না জেনেই তাকে আগে ধরেছি মিষ্টি খাওয়া। এমনও ঘটনা আছে এক বন্ধু চাকরীতে জয়েন করেছে তার কাছ থেকে মিষ্টিতো অবশ্যই, সুযোগ মতো ঝালও খেয়েছি। পরে সে বেতন পাওয়ার আগেই সে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আবার অনেকদিন কোনো ভালো সংবাদ না পাওয়ায় এক বন্ধুর প্রেমিকার পরীক্ষায় বিপর্যয় উপলক্ষ্যেও বন্ধুর কাছ থেকে খেয়েছি।

তো যাই হোক সরকারী চাকরীজীবী ব্লগাররা এতো কিছুর পরও আর নিরব থাইকেন না। আপনাদের বেতন বাড়া শুভ হোক। আপনাদের বেতন বেড়েছে, যে বেতনে সকলের হক আছে, জলদি মিষ্টি নিয়ে এসে ব্লগে বিলান। বেশি দেরী হলেও কিন্তু রাগ করে নাও খেতে পারি। আর ভালো কথা, ডায়েবেটিকস আক্রান্ত এবং একাধিকজনের মিষ্টি একাই খেয়ে ফেলতে পারেন এমন ব্লগারদের কাছে মিষ্টি দুরে রাখবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.