আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর কেন্দ্রিয় আয়োজক কমিটির গুরুত্বপূণর্ সিদ্ধা›তসমুহ



আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত ৯ই নভেম¦র ২০০৯ তারিখে ভারতের মুম্বাইয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর কেন্দ্রিয় আয়োজক কমিটির (Central Organizing Committee) এক সভা অনুষ্টিত হয়। উত্ত“ সভার সিদ্ধা›ত অনুযায়ী ঐ দিনই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ খেলাসমুহের সুচী ঘোষণা করা হয়। এই সভায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর ব্যাপারে অন্যান্য আর যে সব সিদ্ধা›ত গ্রহন করা হয়েছে, সেগুলো হলঃ ১/ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর কেšি˜্রয় আয়োজক কমিটির পরবর্তী সভা আগামী ৯ই জানুয়ারী ২০১০ তারিখে ঢাকায় অনুষ্টিত হবে এবং একই দিন ঢাকায় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর ট্রফি উ§েমাচিত (Unveil) হবে। ২/ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর খেলা সমুহের টিকেট আগামী ১৭ই ফেব্র“য়ারী ২০১০ তারিখ (অর্থাৎ বিশ্বকাপ শুরুর ১ বৎসর আগে) থেকে শুরু হবে। ৩/ ঢাকায় অনুষ্টিতব্য সভায় প্রত্যেক স¦াগতিক দেশ তাদের নিজ নিজ দেশের জন্য টিকেটের মুল্য সুপারিশ পূর্বক সভায় উপস্থাপন করবে। ৪/ অক্টোবর ২০০৯ তারিখের মধ্যে প্রত্যেক স¦াগতিক দেশ তাদের সরকারের পক্ষ থেকে ভেন্যু বিষয়ক গ্যারাণ্টি প্রদান করবে (অর্থাৎ বিশ্বকাপ শুরুর ৩ মাস পূবে ভেন্যুসমুহ আইসিসিকে বুঝিয়ে দিতে হবে) । ৫/ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর জন্য নির্ধারিত ভেন্যুসমুহের কাজের অগ্রগতির রিপোর্ট প্রতিমাসে আইসিসিতে প্রেরণ করতে হবে। ৬/ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর জন্য নির্ধারিত ভেন্যুসমুহের আইসিসি কর্তৃক পরবর্তী পরিদর্শন আগামী মার্চ ২০১০ এ স¤পণূর্ হবে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর অন্যান্য তথ্যসমুহের জন্য লিংকঃ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর লোগোর আদ্যপা›ত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর খেলার সময়সূচী ঘোষণা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.