আইসিসি'র সমালোচনা করলেন শাহিদ আফ্রিদি। ২০০৯-এর ২১ জুন শেষ হয়েছে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ। কিন্তু মাত্র ন'মাস বাদেই বসবে তৃতীয় ২০-২০ বিশ্বকাপের আসর। কেন এই তাড়াহুড়ো? প্রশ্ন তুললেন আফ্রিদী এবং এ জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সমালোচনা করলেন পাক অল-রাউন্ডার। এবারের টি-২০ বিশ্বকাপে তাকে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় না করায় তিনি যে খানিকটা আহত ও ক্ষুব্ধ, তাও স্পষ্ট করে দিয়েছেন শাহিদ আফ্রিদী। তাকে এভাবে উপেক্ষা করার জন্যও আইসিসি-কে একহাত নিয়েছেন পাকিস্তানের ওই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডে ২০-২০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিস খানের দল এবং তাদের এই সাফল্যে উজ্জ্বল অবদান রেখেছেন ২৯-বছর বয়সী ওই অল-রাউন্ডার।
কেন ন'মাসের মধ্যেই হবে ওই টুর্নামেন্ট? প্রশ্ন তুলেছেন আফ্রিদী। তিনি বলেছেন, আমরা কাপ জিতলাম। কিন্তু জয়ের আনন্দ উপভোগ করার মতো সময় পাচ্ছি কোথায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।