ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসর 'আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০১৪' শুরু হতে যাচ্ছে শীঘ্রই। এবার বাংলাদেশ এ আসরের আয়োজক। ১৬ মার্চ থেকে শুরু হবে এ আসর। এ নিয়ে বাংলাদেশে চলছে উৎসাহ-উদ্দীপনা। আয়োজক বিসিবি [বাংলাদেশ ক্রিকেট বোর্ড] জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায়।
তাই দেশি তারকাদের সঙ্গে বিদেশি তারকাও রাখা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। দেশি তারকাদের মধ্যে এ আসরে গান গাইবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, মমতাজ এবং ব্যান্ড এলআরবি ও মাইলস। আর বিদেশি তারকাদের মধ্যে থাকছেন বিখ্যাত মার্কিন শিল্পী একন এবং অস্কারজয়ী ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান। 'কনসার্ট ফর বাংলাদেশ ক্রিকেট' শিরোনামের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করেছে গ্রে অ্যাডভার্টাইজিং ও ব্লু কমিউনিকেশন্স।
এলআরবি ব্যান্ডের দলনেতা আইয়ুব বাচ্চু বলেন, 'ক্রিকেট এখন অনেক আবেগের নাম। তাই আমরা এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে খুশি। দেশবাসীকে ভাসিয়ে দিতে চাই অপার আনন্দে। ' মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদ জানান, 'অনুষ্ঠানে তাদের ১৫ মিনিটের পরিবেশনা থাকছে। আমরা চেষ্টা করব এই ১৫ মিনিট দর্শক-শ্রোতাদের স্বপ্নের জগতে নিয়ে যেতে।
'
এদিকে একটি সূত্রে জানা গেছে, এ আর রহমানের সঙ্গে আয়োজকদের এরই মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে। তার সঙ্গে এই সংগীত সফরে আসছে ৮৪ জনের একটি দল। এই দলে থাকছেন সংগীতশিল্পী, বাদ্যযন্ত্রশিল্পী, আলো ও শব্দপ্রকৌশলী, ব্যবস্থাপকসহ অনেকে। এরই মাঝে এ আর রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা বাংলাদেশ সফর করে গেছেন। তারা নিরাপত্তা নিয়ে খুব একটা খুশি হতে পারেননি।
তাই এ আর রহমানের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে আয়োজকরা সব দাবি পূরণ করলে এ আর রহমান আসতে রাজি হন। তাই এটাই হতে যাচ্ছে সংগীত জাদুকর এ আর রহমানের প্রথম বাংলাদেশ সফর। এ নিয়ে বাংলাদেশের এ আর রহমান ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরাও এ আর রহমানকে বাংলাদেশে আনতে পেরে বেশ খোশমেজাজে আছেন।
অন্যদিকে মার্কিন সংগীতশিল্পী একন বাংলাদেশে গুটিকয়েক মানুষের কাছে পরিচিত ছিলেন। কিন্তু শাহরুখ খানের 'রা.ওয়ান' ছবিতে 'ছাম্মাক ছাল্লো' গানটি গাওয়ার পর ব্যাপক পরিচিতি পান। একনও বাংলাদেশ সফর নিশ্চিত করেছেন। এটাই তার প্রথম বাংলাদেশ সফর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।