আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশা ছিটকে বেড়িয়ে আসুক ঘাতক তীড় (উৎসর্গ : বার্ট্রাণ্ড রাসেল)

মিথ্যা তুমি দশ পিঁপড়া

বিশ্বাস থেকে বাস্তুহারা ধুলোয় রুপান্তর মনের চারদিক ঘোষনা করে কি কোনো প্রাথমিক কারন ধারনের? মগজে কি আছে সব নিউরন আন্দোলন ছোট অতিবিবর্তনহেতু সি্নাপ্সে প্রশ্নের প্রকরণ ? এতকাল গেলো সেই সরীসৃপ সময়ের কবে থেকে বুকে হেটে শক্ত পলিতে সময়ের পদচিহ্ন পতনের; ইকুয়েশনের কাব্যিক সৌন্দর্যে মনন আর মেধা চটকে দুই বেলা ঘন আয়েশ জমে উঠল প্রাইমেট গোত্রপতিদের; অথচ জনপদে পথে পথে কেবল বিভাজনের আইল । আরনল্ডের ডোভার সৈকত পাড়ের ক্ষারময় বালিতে অজস্র শুদ্ধ সুন্দরের মানব অবয়ব শুদ্ধ আগুন সুর্যে ঝলসাবে কবে চামড়ার উপর মরা কোষের মত জমা মস্তিস্কহীনবানরশ্রেনীর অপবিশ্বাসস্তবের স্তর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।