আমাদের কথা খুঁজে নিন

   

পুরুষ নির্যাতন বিরোধী আইন চাই ================

লিন্কন

নারী ও শিশু নির্যাতন একসময় ভয়াবহ মহামারী আকারে দেখা গিয়েছিল । এটার প্রতিরোধে করা হলো ''নারী ও শিশু নির্যাতন দমন আইন''। এর ব্যাপক এবং সুদুর প্রসারী ফলাফল আজ নারী সমাজ খুব সুন্দর ভাবে উপভোগ করছে। কমে আসল অনেক অপরাধ। নারীরাও নিরাপদে নির্ভয়ে ছুটে যেতে লাগলেন তাদের এই আইনের কাছে।

অপরাধ- অপরাধই এর বিকল্প আইন কানুন বা আইনের প্রয়োগ কিছুটা হলেও ভূক্ত ভোগীকে নিরাপদ আশ্রয় দেয়। নারীরাও এ আইনকে তাই নিজেদের আশ্রয়স্থল হিসাবেই ব্যবহার করে আসছেন। কিন্তু পুরুষদের জন্য এ ধরনের কোন আইন আজ পর্যন্ত না থাকায় তারা পরিনত হয়েছেন নির্যাতনের গিনিপিগ এ । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারী উচ্চ পদস্ত আমলা, বড় আর্মী অফিসার, সমাজের অনেক নামী- দামী মানুষ, কিংবা খেটে খাওয়া সাধারন মানুষ এর সাম্প্রতিক আত্নহত্যাই বলে দিচ্ছে কি হারে পুরুষ নির্যাতন বেড়ে চলেছে। পুরুষ অত্যন্ত গোপনে, নীরবে হজম করছে নানান ধরনের নির্যাতন, অত্যাচার ।

কোন আশ্রয়স্থল না পেয়ে নিজের জীবনকেই শেষ করে দিয়ে নির্যাতন থেকে মুক্তি লাভের একমাত্র পথ হিসাবে বেচে নিচ্ছে। আজ ''পুরুষ নির্যাতন বিরোধী'' কোন আইন থাকলে অন্তত আইনের ভয়ে হলেও অপরাধ সামান্যতম হলেও কমত। যেমনটি হচ্ছে নারীদের বেলায়। নারীদের অত্যাচার, নির্যাতন পুরুষরা নীরবে সহ্য করেই যাচ্ছে । সামাজিকতা, মান সম্মানের ভয়, পরিবারের মর্যাদা, নিজের ইমেজ, পারিবারিক সুনাম এসব এর কারনে পুরুষরা আজ অসহায় এর মত কারো কাছে লজ্জায় বলতে ও পারেননা ।

আইন থাকলে হয়তো গোপনে বা প্রকাশ্য আইনের আশ্রয নিতে দ্বিদ্বা করতেননা । ''পুরুষ নির্যাতন বিরোধী'' আইন করা মানে নারীকে ছোট বা হেয় করা নয় আবার বর্তমান'' নারী ও শিশু নির্যাতন দমন আইন'' মানেও কথায় কথায় পুরুষকে হেনস্তা করা নয়। আইন ০২টিই থাকবে একটি আরেকটির পরিপূরক, সম্মান ও সম্ভ্রম রক্ষার কৌশল । ''পুরুষ নির্যাতন বিরোধী আইন'' যত দ্রুত হবে তত দ্রুত কমবে অকালে ঝরে যাওয়া পুরুষের হার এবং পুরুষদের প্রতি নারীদের অন্যায় অবিচার, নির্যাতন, অত্যাচার। এ আইন হবে পুরুষদের জন্য অন্যতম নিরাপদ আশ্রয়স্থল ।

ধন্যবাদ সকলকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.