আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর লোগোর আদ্যপা›ত



আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর লোগোটি গত ১৪ই জুলাই ২০০৯ তারিখে ভারতের মুম্বাইয়ের এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উšেমাচিত হয়। লোগোটির নকশা প্রণয়ন করেছে একটি অষ্ট্রেলিয়ান কো¤পানী যার নাম Witekite। বিশ্বের বিভি›ন দেশের মোট ১২টি তাদের প্রনয়ণকৃত লোগোর নকশা উপ¯হাপন করে। তার মধ্য থেকে Witekite এর নকশাকৃত লোগোটি নির্বাচন করে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর লোগো প্রনয়ণকালে আইসিসি-র দিক নিদেশনা ছিল নিুরূপঃ ১/ লোগোটি ক্রিকেট বল আকৃতির হতে হবে। ২/ লোগোটিতে এই উপমহাদেশের ক্রিকেট সং¯কৃতির প্রতিফলন থাকতে হবে। ৩/ লোগোটিতে তিন আয়েজক দেশের প্রধান রঙ-এর প্রাধান্য থাকতে হবে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর লোগোটির মূল থিম হলো A Celebration of Cricket. লোগোর বল আকৃতির নকশাটিতে তিন আয়েজক দেশের তিন প্রধান রঙ ব্যবহার করা হয়েছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর লোগোটির ভাবগত বিশ্লেষণ নিুরূপঃ The crowd is part of the action, hands up and cheering and shouting for their heroes. The circular shape makes a cricket ball hurtling down the pitch, seam up. Different player silhouettes and the crowd form a pattern around the seam. The green seam indicates the one day ball and the green of the pitch and ground. The players and crowd surround this with motion and activity. The colors and figures on each side of the ball represent the event host nations coming together along with the world of cricket. The color and movement creates a festival, players and fans coming together from around the world to celebrate cricket in the sub-continent.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.