আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট কি তোর একার ?

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

তোর কি সুধুই অপুর্নতা পাসনি কি তুই কিছু ? শুরু থেকেই ব্যার্থতাটাই ছিল কি তোর পিছু ? কষ্ট কি তুই একাই বুঝিস কষ্ট কি তোর একার ? তোর কি সুযোগ হয়নি কোথাও সুখ যে কি তা দেখার ? যতই বলিস কষ্টে আছি যতই বোঝাস দুঃখ কষ্ট কি তা আমি জানি কত্তখানি রুক্ষ স্বপ্ন ভাঙার কষ্ট মনে কয়টা আছে তোর ? আমার মনেরস্বপ্ন গুলো লুট করে নেয় চোর । আমার চোখে স্বপ্ন দেখা অন্ধকারে কাব্য লেখা বিষয়টা প্রায় এক কস্ট বেশি তোর না আমার কারটা বড় কষ্ট খামার এবার ভেবে দেখ্ ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.