আমাদের কথা খুঁজে নিন

   

শালার, মন...সপ্তাহে যতবার খারাপ হয়, সারাজীবনে এতোবার শরীরও খারাপ হয় না



আগে মানুষের মনের অবস্থা বোঝা যেত না। এখন প্রযুক্তি, বিশেষ করে ফেসবুকের কল্যাণে মানুষের অবস্থা এখন ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। ফেসবুকে ঢুকলেই ব্যাটা একটা ব্যানার লাইন নিয়ে দাড়িয়ে থাকে, what's on your mind? নানাজন সে ডাকে সাড়া দেয়। সে সাড়া থেকে দেখছি সবচেয়ে বেশি উঠে আসে, মন ভালো নাই। আমিও সাড়া দেই।

ফেসবুক জিগায়, what's on your mind? আমি বলি, কষ্ট। এই ফেসবুক দিয়াই গড়পরতায় প্রচুর মানুষের মন খারাপের খবর জানা যায়। আমারও মন খারাপ হয়। এমনও দিন যায়, দুতিন দিন টানা মন খারাপ হয়ে থাকে। আকাশে মেঘ করলে মন খারাপ হয়।

প্রচন্ড রোদে মন খারাপ হয়। কুয়াশার সন্ধ্যাগুলোতে মন খারাপ হয়। কিছু না পেলে মন খারাপ হয়। আবার কোনো কিছু বেশি পেয়ে গেলেও মন খারাপ হয়ে যায়। আজব এক মন।

নির্দিষ্ট চরিত্র নাই। চারিত্রহীণ। কোনো কারণে খারাপ হয় যত দ্রুত। অকারণে খারাপ হয় তারও অধিক। শালার, মন...সপ্তাহে যতবার খারাপ হয়, সারাজীবনে এতোবার শরীর খারাপ হয় না।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।