আমাদের কথা খুঁজে নিন

   

রবিবার সন্ধ্যা



সোমবার আছে বলেই রবিবারগুলি বিরক্তিকর। ইতিহাস শনিবার রাতে আটকে গেলে ভালোলাগাগুলিতে আর কোন সীমানা টানা যেতো না। তখন আর রঙিন থেকে সাদা কালো তে বা টিএফটি থেকে পুরনো মনিটারে ফেরত আসার কোন প্রশ্ন উঠতো না। দুর্ভাগ্যবশত ঘটনাগুলি তেমন না। সোমবারের অস্তিত্ব আমাদের কর্পোরেট পৃথিবী প্রত্যেক রবিবার সন্ধ্যায় চরমভাবে মনে করিয়ে দেন।

তাহলে রবিবার রাতে আমরা কী করবো? আমি যেমন বোতল খুলে বসেছি। যারা মাল খান না তারা কী খুলে বসবেন? তারা হয়তো বেশী করে ডালভাত খেয়ে রাত দশটার মধ্যে লেপের নিচে ঘুমাবার অভিনয় করবেন। কিন্তু আমার তো আর অভিনয়ে পোষায় না। আমরা ঘুমও আসে না আবার রবিবার সন্ধ্যাটা সহ্যও হয় না। আমার মতো লোকে কী করতে পারে বলেন? আমি নেট খুলে বসে থাকি।

মনিটরের পাতায় পাতায় নানা কিছু দেখি। কখনো ইউটিউব কখনো ফ্রি নিউজ চ্যানেল আর কখনো নানা জাতের ব্লগ। বলতে দ্বিধা নেই, কিছুদিন থেকে অন্যসব কিছুর থেকে ব্লগটাকেই বেশী মজা লাগছে। মজা লাগলেই তো আর হলো না ব্লগে কিছু না কিছু লিখতে হয়। কী লিখবো সেটাই বুঝতে পারছি না এখনো।

তাই আবোল তাবোল টাইপিং প্র্যাকটিস করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।