আত্মহননের পথে যেতে যেতে
অবিকল ঈশ্বরের মতো যে এসে দাঁড়াল আঙ্গিনায়
তার অবয়বে শোক,অনপনেয় রক্তের ছিটে ছিটে দাগ আর
প্রকৃতির দারুণ দুর্যোগ।
সাঁইত্রিশ বছর শেষে
আত্মমর্যাদায় ক্ষুন্ন অকৃতার্থতা গায়ে মেখে
খেয়োখেয়ি আর অন্ধতার নুনজলে
সে এক চারিত্র্য বটে-অনবদ্য কিংবা মিথ্যাচার।
সে দেখে-
অচ্যুত কৃতার্থ যারা একদা এই রূপরসগন্ধের জন্য
প্রকৃতই আমাদের আয়না হয়ে গিয়েছিল
করোটি ও সাইনাসের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছিল
হু হু হাওয়া আর স্মরণীয় মুক্তির নিঃশ্বাস
তারা আজ ব্রাত্য হয়ে ন্যুব্জ হয়ে খুঁজে ফিরছে
ফেলে আসা সেইসব ক্ষয়ে যাওয়া হাড়।
আত্মহননের পথে যেতে যেতে
অবিকল ঈশ্বরের মতো সে এসে দাঁড়াল আঙ্গিনায়
সে দেখে অবাঙ্মুখ অবয়ব থেকে ঝরে পড়ছে
স্খলিত স্বপ্নের রাশ,অভীপ্সার আলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।