সঞ্জয় মিঠু
অবিকল এরকম একটা কল্পনা ছিল আমার
“দিগন্ত জোড়া একটা মাঠ, আমি আর মিনা-
সমস্ত বিকাল হেটে পার হয়েছি, একেবারে শেষ মাথায়,
গোধূলী বেলায় অশোক তলায়-”
মাঝে মাঝে মনে হয়, এ কেমন কল্পনা?
যে কল্পনায় হূদপিণ্ডের ঝড় নেই,
উষ্ণ রক্তের দৌড় নেই, মাংস পেশীর জোর নেই...?
কল্পনায় থাকতে হবে-
আকাশ হাতের মুঠোয়,
এভারেষ্ট পায়ের তলায়। হাত নাড়লেই সমুদ্র উথাল, পাথল
কিন্ত আমার কল্পনায় বার বার ভীড় করে,
মিনার করুন মুখ, ক্লান্তির শত ছায়া,
আমার একটা স্বপ্ন-
যমুনার তীর ঘেসে একটি দ্বিতল ভবন, শুক্লা পঞ্চমীর চাঁদ
ভবনের ছাদে আমি আর মিনা-
শরতের মৃদু হিন্দোল বাতাস, আনন্দে উছ্বল মিনা গাঢ় নীল শাড়ীতে
গুন গুন করে অবাধ্য কলি সাধছে-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।