ইয়াহু ম্যাসেঞ্জারে এক সময় বহুত চ্যাট করতাম। সারাদিন নেটে পড়ে থাকতাম। ২০০৫ এর পর আর চ্যাট রুমে ঢুকিনি.... গালিগালাজ আর অযথা ক্যাচাল শুনতে ভাল লাগেনা । তখন অনেকেই দেখতাম চ্যাটরুমে গান চালাত। আমিও চালাইতাম মাঝে মাঝে। এর জন্য স্পিকারের সামনে মাইক্রোফোন ধরে রাখতাম। কিন্তু একটি সিসটেম ছিল Volume control থেকে কিভাবে যেন সাউন্ড কনফিগার করলে স্পিকারের সামনে মাইক্রোফোন ধরার দরকার ছিলনা। কম্পিউটারে যে সাউন্ডই হোক সেটা চ্যাটরুমে শোনা যেত। সেই সিস্টেমটা কি কেউ জানেন? জানলে একটু আওয়াজ দিয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।