বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ।
আমাদের অনেকেরই হয়তো গান শোনা বড় এটা নেশা । কিন্তু দুঃখ্যের ব্যপার হল অনেকেরই হয়ত ভাল সাউনকার্উ নেই। তাই গানের কুয়ালিটি আশানুরুপ হচ্ছেনা। এই সমস্যার সমাধান দিতে পারে DFX Audio Enhancer. আমি অনেকদিন থেকেই সফটওয়্যারটা ব্যবহার করি তবে গান শুনতে আমার তেমন ভাল লাগেনা তাই সফটওয়্যারটির কথা আপনাদের জানানো হয়নি।
সফটওয়্যারটি সত্যিই আপনার সাউন্ড কুয়ালিটি অবাক করে দিবে এটি আমি নিশ্চিত। ব্যবহার করে দেখতে পারেন। সফটওয়্যারটি আবার বিভিন্ন প্লেয়ারের জন্য আলাদা তাই সবচেয়ে ভাল হয় ডাউনলোডের জন্য একটু সার্চ দিয়ে বের করে নিবেন।উদাহরন নিচের লঙ্কটা Windows Media Player এর জন্য।
ডাউনলোড লিঙ্ক: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।