যারা নিজের সাউন্ড সিস্টেম নিজেই তৈরী করতে চান তাদের জন্য এটি একটি বহুল কাংক্ষিত সার্কিট ডায়াগ্রাম। বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়ার এমপ্লিফায়ারের পিসিবি, কম্পোনেন্টসহ সব কিছু সুলভে পাওয়া যায়। এসব সার্কিটে সাধারনত পট ভলিউম কন্ট্রোলগুলো ব্যবহার করা হয় যা কিছুদিন পর ভলিউম কমানো বাড়ানোর সময় “খ্যাস-খ্যাস“ শব্দ হয়। এই ডিজিটাল ভলিউম কন্ট্রোলটিতে এই ধরনের সমস্যা হওয়ার কোন সম্ভাবনা নেই।
সার্কিট ডায়াগ্রামটিও খুবই সরল কম্পোনেন্ট বলতে তিনটা আইসি, দুটো সিরামিক ক্যাপাসিটর এবং দুইটি ডাবল ফাংশান পুস সুইচ।
7805 আইসিটি ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে। সাধারনত পাওয়ার এমপ্লিফায়ারগুলোতে ১২ ভোল্ট বা তার ও অধিক ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়। কিন্তু এই ভলিউম কন্ট্রোলটি চলে ৫ ভোল্টে তাই 7805 আইসিটি ব্যবহার করা হয়েছে। সার্কিটের অপর DS1669 আইসি দুটি হচ্ছে ডিজিটাল পট আইসি। Sw 1a,1b ভলিউম আপ এবং Sw 2a,2b ভলিউম ডাউনের জন্য ব্যবহার করা হয়েছে।
কিছু পুস সুইচ আছে যা একের ভেতর দুই হিসেবে কাজ করে এধরনের দুটি সুইচ দিয়ে Sw 1a,1b এবং Sw 2a,2b সংযোগ দিতে হবে। চারটি সিঙ্গেল পুস সুইচ দিয়ে ও কাজ চালানো যাবে সেক্ষেত্রে লেফট ও রাইট চ্যানেল আলাদাভাবে ভলিউম কন্ট্রোল হবে।
পার্টস লিস্ট:
IC- DS1669 ২টি
IC- 7805 ১টি
C- 0.01µf ২টি
Sw- Push Switch ৪টি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।