পঙ্খিরাজে চাদেঁর দেশে
আমি আর কোথাও যাবনা পেয়েছি জীবনের ঠিকানা
চোখের সামনে হাজার স্মৃতি বিজড়িত পবিত্র মদিনা,
বেহেস্তের বাগানে বসে প্রভূর কাছে একান্তে প্রার্থনা
আমাকে ক্ষমা না করে এখান থেকে বের করোনা।
জীবনে যত চাওয়া-পাওয়া ছিল সব হয়েছে চূর্মার
মদিনার ভালোবাসা আমার অন্তরে শুধু অনির্বার।
সবুজে শিল্পিত মিনার দেখে জুড়াই এই রিক্ত প্রাণ
বিশ্বের শান্তিকামী মানুষের দলে দলে যোগদান,
সবার মুখে শ্লোগান ওগো নবীজী কুলে নেও টানি
অকুল অন্ধকার সাগরে ভাসে আমার ভাঙ্গা তরণী।
রিয়াদুল জান্নায় বসে প্রার্থনা করি প্রভূর দরবারে
ক্ষনিকের মোহ-মায়া যেন তাড়া করতে না পারে!
মসজিদে নববী’তে কাটাই শ্রেষ্ঠ সময় আরাধনায়
বারবার সালাম জানাই প্রিয় নবীর পাক রওজায়।
প্রিয়তম বন্ধু আবুবকর ডান পাশে আছেন শায়িত
যাঁর হাত ধরে ইসলাম দিগন্তে হয়েছে প্রসারিত।
অপর পাশে তাঁর প্রিয় দক্ষিন বাহু হযরত ওমর
অর্ধ পৃথিবী শাসন করেন খেজুর পাতার ছিল ঘর,
প্রভূর কাছে প্রার্থনা একজন ওমর দাও আবার
যাঁর তাকবিরে উঠরে কেঁপে যত যুদ্ধবাজ দুনিয়ার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।